আপনারা অনেকে জার্নাল বা ব্যক্তিগত ডায়েরি লিখতে পছন্দ করেন। সময়ের সাথে সাথে জার্নালের ধরন বদলে গেছে। এখন আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে মোবাইল বা ডেস্কটপেই জার্নাল লিখতে অনেকে স্বাচ্ছন্দ্যবোধ করেন। মোবাইল বা ডেস্কটপে লিখলে যেমন লক করে রাখা যায় তেমনি কাগজের ডায়েরির চাইতে অনেকগুনে সুবিধা পাওয়া যায়।

এসব জার্নালে এক‌ইসাথে Audio,video যেমন ইমপোর্ট করে রাখা যায় তেমনি অনলাইন ড্রাইভেও সংরক্ষন করা যায়। এর ফলে হারিয়ে ফেলার সুযোগ থাকে খুবই কম।সাথে ক্যালেন্ডার রিমাইন্ডার নেয়ার মতো সুবিধা আর কাস্টমাইজ টেমপ্লেইট অপশন পর্যন্ত বিদ্যমান।

আপনারা যারা জার্নাল লিখতে পছন্দ করেন বা সামনে করবেন ভাবছেন তাদের জন্য চমৎকার একটি অ্যাপ হচ্ছে Day one জার্নাল অ্যাপটি


আপনি যদি google এ best journal app লিখে সার্চ দেন সবার আগে আসবে এই Day one জার্নাল অ্যাপটি। জনপ্রিয় ইউটিউবার Ali abdaal থেকে শুরু করে অনেকের ভিডিওতে রিকমন্ডেড জার্নালের লিস্টে এসে গেছে এই জনপ্রিয় অ্যাপটি।

 


আজকে দেখাবো এই অ্যাপটি আপনারা কিভাবে দুই মাসের জন্য ফ্রি ট্রায়াল নিবেন।এর জন্য ব্যবহার করতে হবে নিচের Bin টি

⚙️Bin 546775505450xxxx
⚒️ Expiry date: 06/26

প্রথমে Namseogen.com থেকে আপনারা উপরের bin টি দিয়ে দিবেন।এরপর আপনারা জেনারেট করা কার্ডগুলো থেকে যেকোন একটি কার্ড কপি করে নিবেন।

এরপর আপনারা দুই মাসের জন্য ফ্রি ট্রায়ালের লিংকে ক্লিক করুন (এখানে)
এখানে দেখুন get premium অপশন আছে। সেখানে ক্লিক করে নিবেন।


দেখুন এখানে আপনাকে billing সেকশনে নিয়ে এসেছে।
বিলিং সেকশনে‌ নিজের ইমেইল আর Namseogen এর জেনারেট করা কার্ডটি দিয়ে দিবেন।সবার নিচে দেখুন region.সেটিকে united state করে‌ নিবেন।আর Zip দিবেন 10011

এরপর start trial এ ক্লিক করলে দেখবেন আপনার premium service অ্যাকটিভ হয়ে গেছে।

এরপর এখান থেকে প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নিন।


এরপর ইনস্টল করে ল‌গ‌ইন করে নিন। দেখুন আমার premium হয়ে গেছে! 😃😃

তো,আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোন টিউটোরিয়াল নিয়ে। সাথেই থাকুন, ধন্যবাদ।

Leave a Reply