আসসালামুয়ালাইকুম আশা করি আপনারা সবাই ভাল আছেন।

আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।

1.1.1.1 ভিপিএন এর আনলিমিটেড Warp+ keys নেয়ার  ট্রিক।

 

আমরা সবাই জানি যে, বর্তমানে বাংলাদেশ এ কি অবস্থা । এবং VPN অনেক দরকারি একটি প্রিডাক্ট এ পরিনত হয়েছে এই সময় এ ।

এই সবের মধ্যে সবচেয়ে কাজের এবং পপুলার যেই vpn আমরা ব্যবহার করছি তা হলো 1.1.1.1 vpn  ।

আজকের এই টিটোরিয়াল এ আমি আপনাদের সাথে 1.1.1.1 vpn  এর আনলিমিটেড Warp+ keys নেওয়ার সিস্টেম দেখিয়ে দিব।

তার আগে যারা এখনো এই ভিপিএন টি ইন্সটল করেন নাই তারা নিচের লিঙ্ক থেকে নামিয়ে নিন।

https://one.one.one.one/

উপরের লিংকে গেলে আপনি 1.1.1.1 vpn  এর official ওয়েবসাইট এর মধ্যে চলে আসবেন।

সেখান থেকে আপনার ডিভাইস অনুযায়ী ক্লিক করে ডাউনলোড করে নিবেন।

তো আমি আপনাদেরকে এই টিউটোরিয়ালটি আমার মোবাইলে সাহায্য করে দেখাবো।

এর জন্য সর্ব প্রথমে আমি আমার মোবাইলের মধ্যে 1.1.1.1 vpn  ইন্সটল করে রেখেছি।

 

আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার ভিপিএন এর মধ্যে আগে থেকেই Warp+ keys করা আছে।

কিন্তু তারপরও আমি আপনাদের জন্য আবারও সম্পন্ন প্রসেস টি করে দেখাবো।

এজন্য সবার প্রথমে আমাদের টেলিগ্রাম একাউন্ট থাকতে হবে।

আশা করি আপনাদের সবার টেলিগ্রাম একাউন্ট আছে।

আর না থাকলে টেলিগ্রাম ডাউনলোড করে, ইন্সটল করে নাম্বার দিয়ে একটি অ্যাকাউন্ট করে নিবেন।

এবার নিচের এই লিঙ্কে ক্লিক করে। এই টেলিগ্রাম বট এর মধ্যে জয়েন করবেন।

টেলিগ্রাম বটে জয়েন করতে এখানে ক্লিক করুন। 

জয়েন করা হয়ে গেলে এবারে জেনারেট অপশনের মধ্যে ক্লিক করবেন.

জেনারেট অপশন এর মধ্যে ক্লিক করার পরে আপনাকে হয়তোবা একটি চ্যানেলে জয়েন করতে বলবে। আপনি তাদের চ্যানেলে জয়েন করে এসে আবারো জেনারেট অপশনে ক্লিক করলে, তারা আপনাকে আপনার Warp+ keys দিয়ে দিবে।

দেখুন আমি আমার Warp+ keys পেয়ে গেছি। এখন এটাকে কপি করে  1.1.1.1 vpn এর মধ্যে বসিয়ে দেবো।

Warp+ key বসানোর জন্য সবার প্রথমে key অপশন এর মধ্যে ক্লিক করুন.

তারপর Change Key অপশন এ ক্লিক করে টেলিগ্রাম থেকে পাওয়া key বসিয়ে দিন. আর সেভ করে দিন ।

 

আপনার কাজ শেষ।

আশা করি আপনাদের সবার এই পোস্টটি অনেক কাজে দিবে।

আজকের পোস্ট এতোটুকুই। দেখা হচ্ছে অন্য কোন পোস্টে ততক্ষণ পর্যন্ত বায় বায়।

6 thoughts on "একদম ফ্রিতে 1.1.1.1 VPN এর আনলিমিটেড Warp+ keys নিয়ে নিন।"

  1. apuhasan29 Contributor says:
    thanks brother 👌
  2. Sajid Hasan Author says:
    পোস্ট রেডি করে রেখেছিলাম, পোস্ট করতে এসে দেখি পোস্ট করে দিছেন 😴
  3. Atik Bhairabi Contributor says:
    wifi দিয়ে কানেক্টই হচ্ছেনা
  4. Tech Notepad Author says:
    Very nice post! ✅
  5. Johnny Contributor says:
    Thanks khub projon chilo ❤️
  6. Jewel Shikder Jony ✅ Author says:
    Thanks a bunch, it’s working 👍

Leave a Reply