Site icon Trickbd.com

৫টি বেষ্ট Antidetect Browser সম্পর্কে জেনে নিন।

আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার?

আশা করি আপনারা সবাই ভাল আছেন।

আজকের এই পোস্টটা অনেক ইম্পোর্টেন্ট, আমি মনে করি আপনার এই পোস্টটি আপনার অনলাইন জগতে অনেক কাজে দিতে পারে ফিউচারে।

পোস্টের টাইটেল দেখে হয়তোবা বুঝে গেছেন, আমি কি নিয়ে কথা বলতে যাচ্ছি।  কিন্তু তার পূর্বে আপনাদের সংজ্ঞা দেওয়া উচিত যে এই Antidetect Browser জিনিসটা আসলে কি।

Antidetect Browser কি?

আমরা অনলাইনে অনেক সময় একসাথে বিভিন্ন অ্যাকাউন্ট ম্যানেজ করতে চাই।

এক্সাম্পল হিসেবে আমরা  social media, e-commerce, এবং ad accounts জেমনঃ Google Adword. এসব ধরে নিতে পারি।

অনেক সময় একের বেশি অ্যাকাউন্ট অনেক ওয়েবসাইটেই আপনাকে করতে দিবে না এবং আপনাকে ব্যবহার করতে দেবে না একটি ডিভাইস থেকে।

এ সমস্যাগুলো সমাধান আপনি,  Anti-detect Browser ব্যবহার করে করতে পারবেন।

Anti-detect Browser ব্রাউজার এর মধ্যে যে অপশনগুলো থাকে তার কিছু ডিটেলস আমি আপনাদেরকে বলতে চাই।

যে কোন এন্টি ডিটেক্ট ব্রাউজার এর মধ্যে, আপনি আপনার ডিভাইস চেঞ্জ করতে পারবেন। মানে আপনি চাইলেই সে ব্রাউজারের মধ্যে Windows 11 সিলেক্ট করে দিলেই, যে কোন ওয়েবসাইট সেটাকে Windows 11 হিসেবে ধরে নেবে।

এই ব্রাউজার আপনাকে  নতুন নতুন ফিঙ্গারপ্রিন্ট জেনারেট করে দেয়। যার ফলে সহজেই কোন ওয়েবসাইট চাইলেই আপনাকে ডিটেক্ট করতে পারেনা।

ব্রাউজারের মধ্যে আপনি প্রায় সব কিছুই চেঞ্জ করতে পারবেন, যেমনঃ র‍্যাম কত জিবি, গ্রাফিক্স কার্ড, মোবাইল ডিভাইস, apple device, android device। এসবই আপনি প্রায়সেট করতে পারবেন।

পাশাপাশি আপনি চাইলে প্রক্সি ব্যবহার করতে পারবেন। মূলত আরো অনেক সুবিধা রয়েছে এই ব্রাউজার গুলোর মধ্যে।

অনেক কিছু বাইপাস করতেই আপনি এই ব্রাউজারগুলো ব্যবহার করতে পারবেন।

মূলত আপনি এই ব্রাউজার গুলোর মধ্যে আপনার প্রোফাইল ক্রিয়েট করে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাকাউন্টগুলোকে ডিফারেন্ট ডিফারেন্ট প্রোফাইল এর মধ্যে রাখতে পারবেন।

 

আজকের পোস্টে আমি আপনাদের সাথে পাঁচটি বেস্ট এন্টি ডিটেক্ট ব্রাউজার শেয়ার করতে যাচ্ছি।

এসব জিনিস অনেক আগে থেকেই বড় বড়  ফ্রিল্যান্সার রা ব্যবহার করে থাকে।

অনেক ক্ষেত্রে অ্যাফিলিয়েট মার্কেটিং এ এসব ব্যবহার হয় থাকে। আর কিছু অনৈতিক কাছেও এসব ব্রাউজার ব্যবহার হয়ে থাকে।

আমাদের লিস্টের সব প্রথমে যেই ব্রাউজারটি রয়েছে তার নাম হচ্ছেঃ

 

1. Multilogin

এই ব্রাউজের মধ্যে আপনি যে সুবিধাগুলো পাবেন তার লিস্ট আমি নিচে দিয়ে দিয়েছি।

এবারে আমাদের লিস্টের দ্বিতীয় নাম্বারে রয়েছেঃ

2. GoLogin

3. AdsPower

4. Incogniton

5. MoreLogin

তো এই ছিল আজকের পোস্ট। আশা করি আপনাদের সবার আজকের পোস্টের টপিকটা ভালো লেগেছে।

দেখা হচ্ছে অন্য কোন পোস্টে ততক্ষণ পর্যন্ত বায় বায়।

আর যারা এখনো আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করেন নাই তারা অবশ্যই নিচ থেকে জয়েন করবেন।

আমার টেলিগ্রাম  চ্যানেল