আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার।
আশা করি আপনারা সবাই ভাল আছেন।
তো আজকে আবারো একটি নতুন টপিক নিয়ে চলে আসলাম।
আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ফানি মিম দেখে থাকি।
এবং সেই ভিডিও মিম গুলোর মধ্যে প্রায় ফানি ভয়েস শোনা যায়।
যেমন নিচের এই মিম টাকে দেখুন আশা করি আপনাদের মনে আছে, এটা একসময় অনেক বেশি ভাইরাল চলছিল।
এবং অনেকে চেষ্টা করতেছিল যে কিভাবে বানাতে হয়।
এমন আরো অনেক Meme রয়েছে যার মধ্যে অনেক সেলিব্রিটির ভয়েস দেয়া হয়ে থাকে , যেমন মোদির কন্ঠে গান ইত্যাদি ইত্যাদি।
তো মূলত আজকেই ফিরতে বিভিন্ন সেলিব্রিটির ভয়েস, এবং ফানি ভয়েস কিভাবে তৈরি করতে হয় তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব।
এটি মূলত এটি AI ওয়েবসাইটের মাধ্যমে করা হয় ।
তো চলুন পুরো প্রসেসটা কথা না বাড়িয়ে শুরু করে দেই ।
আমাদের ভয়েসকে বা আমাদের গান কে কোন সেলিব্রেটির ভয়েজের বা ফানি ভয়েজে রূপান্তর করতে চাইলে, সর্বপ্রথমে আমাদের নিচের ওয়েবসাইটে যেতে হবেঃ
অনেক সময় আমাদেরকে নিজেদের ভয়েস ফানি করার দরকার হতে পারে, সে ক্ষেত্রে আপনি চাইলে নিজের মোবাইল দিয়ে আপনি রেকর্ড করতে পারেন। অথবা https://elevenlabs.io/ ব্যবহার করে তৈরি করে নিতে পারেন।
আশা করি https://elevenlabs.io কিভাবে ব্যবহার করতে হয় আপনি জানেন, আমি এটা নিয়ে বিস্তারিত বললাম না কারণ পোস্ট অনেক বড় হয়ে যাবে।
তো এখন আমাদের কাছে ভয়েস অথবা কোন গান ধরে নিলাম আছে।
এবং সেটাকে আমরা অন্য কারো ভয়েস দিয়ে কভার করতে চাই।
এর জন্য আমরা https://covers.ai/generator এই লিংকের মধ্যে চলে যাই।
তাহলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে।
সবার উপরের বক্সের মধ্যে আমরা আমাদের অডিও ফাইল বা গানটি আপলোড করে দিব।
মনে রাখবেন এক মিনিট পর্যন্ত লিমিট।
দ্বিতীয় বক্স থেকে আমরা যে বয়সে গানটিকে কভার করতে চাই সেটা সিলেট করে দেবো।
দেখুন আমি সিলেক্ট করে নিয়েছি।
By checking this box, you confirm that this is your song and you have the rights to use it. We will notify you with product updates and when your song is ready. লেখার পাশের বক্সটিতে টিক মার্ক দিয়ে দিব।
এরপর lets go তে ক্লিক করলে , আমাদেরকে লগইন করতে বলবে অবশ্যই আমরা gmail দিয়ে লগইন করে নিব।
এরপরে কিছুক্ষণ ওয়েট করলে আপনি আপনার কাঙ্খিত অডিওটির কভার ফাইল বা কভার অডিও পেয়ে যাবেন।
আমি অনেক আগে এই AI দিয়ে একটি কভার বানিয়েছিলাম , তার লিংক দিয়ে দিলামঃ https://www.facebook.com/share/r/8MqzkJjeWFRVM1ec/
এই কভারটি বানাতে আমি যে ভয়েসটি ব্যবহার করেছিলাম, তার ছবি আমি নিচে দিয়ে দিলাম। Anime ক্যাটাগরিতে গেলে আপনি এটা পেয়ে যাবেন।
তো এই ছিল আজকের পোস্ট আশা করি আপনাদের ভাল লেগেছে ।
দেখা হচ্ছে অন্য কোন পোস্টে, ততক্ষণ পর্যন্ত যারা এখনো আমায় টেলিগ্রাম চ্যানেল জয়েন করেন নাই নিচ থেকে জয়েন করে নিবেন।