ট্রিকবিডিতে সবাইকে স্বাগতম



scribd আর everand হলো ডকুমেন্ট ও ব‌ই শেয়ারিং ওয়েবসাইট। আমেরিকা ভিত্তিক এই ওয়েবসাইটে বাংলা ইংরেজি সহ অনেক দেশের ব‌ই আর ডকুমেন্ট আছে। প্রায়সময় আমাদের জন্য pdf এর দরকার হয়। দেখা যায় সেগুলো ফ্রি ওয়েবসাইটগুলোতে পাওয়া যাচ্ছে না। তখন আমাদের প্রয়োজন হয় পেইড ওয়েবসাইটের। scribd আর everand হলো এমন দুটি পেইড pdf ওয়েবসাইট।

পেইড ওয়েবসাইট এর সুবিধা ফ্রি ওয়েবসাইটের তুলনায় গতানুগতিকভাবে ভালো। ব্যবহারকারীদের উন্নত অভিজ্ঞতা দিয়ে এটি সাহায্য করে। প্রয়োজনীয় এবং ল্যাটেস্ট ব‌ইয়ের জন্য এই দুটি ওয়েবসাইট বেশ চমৎকার।আজকে আমি শেয়ার করবো এই দুইটি সার্ভিস কিভাবে ব্যবহার করবেন premium cookie দ্বারা।

এজন্য আপনাদের লাগবে এই দুটির txt file

আপনারা এই লিংক থেকে txt file ডাউনলোড করেন (Scribd) এর জন্য
https://mega.nz/file/cSkRRDQC#V3RYOiZcvtVw4k6b7Jc3IcmAH31PcujDqnPi4G8h0Rg

এখান থেকে txt ফাইল everand এর জন্য।
https://mega.nz/file/VPsxTRAY#XJRTtO3X4j-wvF9s4Nc_91JGZv9ja4h598r-xJ0g6X0

অনেকের mega সার্ভার কাজ করে না। এজন্য আপনারা ভিপিএন‌ ব্যবহার করতে পারেন।

এখন আপনার কাজ cookie import করা



কুকি ইমপোর্ট করার জন্য আপনাদের দরকার হবে extension সাপোর্টেড ব্রাউজার।‌ আমাদের মোবাইলের ক্রোমে সাধারনত এই extension সাপোর্ট করে না। আপনারা এইজন্য গুগল প্লে স্টোর থেকে firefox ব্রাউজারটি ইনস্টল করে নিবেন।

ইনস্টল করার পর এটির সিটিংস থেকে extension এর উপর ক্লিক করুন।

এখানে সবার নিচে স্ক্রল করে more extension এ ক্লিক করুন। উপরের যে সার্চবক্স আছে সেখানে টাইপ করুন cookie editor। যেটি চলে আসবে সেটি ডাউনলোড করে নিবেন।

এই cookie editor টি আপনার এক্সটেনশনে অ্যাড হয়েছে কিনা নিশ্চিত হয়ে নিন।add to এ ক্লিক করলেই সেটি অ্যাকটিভ হয়ে যাবে।

Scribd ওয়েবসাইট লিংক www.scribd.com
Everand ওয়েবসাইট লিংকwww.everand.com

এরপর আপনারা scribd অথবা everand এর যেকোন একটি সাইটে প্রবেশ করূন।


এরপর আপনারা mega থেকে ডাউনলোড করা txt ফাইলটি ওপেন করে নিন। সেখানে সমস্ত টেক্সট কপি করুন। এরপর আপনার ব্রাউজারের সেটিংস এ ক্লিক করুন। সেখান থেকে এক্সটেনশন।

এক্সটেনশন এর এখানে ইমপোর্ট অপশনে ক্লিক করুন। আপনাদের একটি pastebox অপেন হবে। সেখানে কপি করা text গুলো দিয়ে সেভ করুন। এরপর ব্রাউজার রিফ্রেশ করলেই সেটি আপনাকে প্রিমিয়াম অপশনে নিয়ে আনবে।‌

দেখুন একাউন্ট নাম trickbd এটি ট্রায়াল নেয়া। এবভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন আনলিমিটেড।

এভাবে আপনারা txt ফাইল অনুযায়ী এক্সটেনশনটিকে ব্যবহার করে প্রিমিয়াম সুবিধা নিতে পারবেন।

দয়া করে কেউ সাবস্ক্রিপশন এর একাউন্ট সেকশনে হাত দিবেন না

। এটি জরুরি। কারন সেটি কেউ নিজে হাতিয়ে নেয়ার চেষ্টা করলে তাহলে সব cookie ডেড হয়ে যাবে। তখন আপনারা আর ফ্রিতে ব্যবহার করতে পারবেন না। কি দরকার করার?
ফ্রিতেই সবাই মিলেমিশে ব্যবহার করি। এতে আপনার‌ও উপকার হবে আমার‌ও উপকার হবে।
আর আপনারা এটির ক্রেডিট কার্ড‌ও ব্যবহার করতে পারবেন না। কারন ডিজিট আর cvv লুকানো থাকে। আপনাদের কাছে এটিই রিকুয়েস্ট।

তো , আজ এই পর্যন্তই। আশা করি আপনাদের উপকারে আসবে। ট্রিকবিডিতে সাথেই থাকুন। দেখা হবে নতুন কোন টিউটোরিয়াল নিয়ে।

3 thoughts on "Cookie দিয়ে ব্যবহার করুন everand ও scribd ১ মাসের জন্য (কোন থার্ড পার্টি অ্যাপ ছাড়া)"

  1. Cyber Grindelwald Author Post Creator says:
    Note: কেউ একাউন্ট সেকশন এ গিয়ে ক্ষতি করার চেষ্টা করবেন না।এতে আপনার আমার‌ই ক্ষতি হবে।
    1. Fahim Contributor says:
      agree
  2. Rohan Contributor says:
    আচ্ছা ধরুন, Amazon ভারতে চলে। ভারতের ip দিয়ে আমি একটা অ্যাকাউন্ট করলাম premium নিলাম। তারপর সেটির কুকি নিয়ে বাংলাদেশের একজনের কাছে দিলাম। বাংলাদেশের ব্যাক্তিটিকি বাংলাদেশি ip দিয়ে তখন ওই কুকি দিয়ে Amazon ব্যাবহার করতে পারবে? নাকি ip পরিবর্তন হওয়ার কারনে সমস্যা হবে?

Leave a Reply