আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো যে উইনডোজ ১০ কি ভাবে ফীতে এম এস অফিস ব্যবহার করতে পারি
যারা এটা নিয়ে কাজ করেন তারা অলরেডি জানেন হয়তোবা অনেকে ব্যবহার ও করে থাকেন কিন্তু হয়তো এটা অনেকেই জানেননা যে ফ্রীতে এমএস অফিস ব্যবহার করা যায়
যারা এতদিন অনেকেই চেষ্টা করছেন যে এটা কিভাবে ইউজ করবো কারন এগুলা কিনতে গেলে অনন্ত ১২ হাজার টাকা খরচ হবে যারা জানেন না আজকের টিউটোরিয়াল টা শুধু তাদের জন্য
তো যাইহোক চলে যাচ্ছি মূল আলোচনায় প্রথমে আপনি আপনার ব্রাউজান ওপেন করে নিবেন , তারপর সার্চ করবেন ms word লিখে ,
এরপর প্রথমে যে ওয়েবসাইট টা দেখতে পারছেন সেটা ওপেন করে নিবেন
তার পর এখানে আপনার প্রথম কাজ হলো আপনার মাইক্রোসফট একাউন্ট লগইন করা
তো আমার যেহুতু আছে এজন্য আমি আমার একাউন্ট টা লগইন করে নিলাম
আপনি নতুন হয়ে থাকলে নতুন একাউন্ট খুলে নিবেন
এরপর দেখেতে পারবেন এখানে পুরো অফিস সো করতেছে এখানে যতকিছু দেখতে পারছেন সব ফ্রী তারপর উপরের কোনায় ক্লিক করে নিবেন এবং দেখতে পারবেন ম্যাজিক
আমি উধাহরন হিসাবে এক্সল টা ওপেন করে নিলাম আমার সব কিছু একদম ঠিকঠাক দেখাচ্ছে
তো আসা করি পোস্টটি ভালো লেগেছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ।