Site icon Trickbd.com

Android দিয়েই যেকোনো গেমের XAPK তৈরী করুন কোনো কোডিং এর ঝামেলা ছাড়াই

Unnamed

পোস্ট টা বেশী বড় হয়ে যাবে তাই ব্যখ্যা ও সংজ্ঞা দিলাম না। যারা XAPK সম্পর্কে জানেন না তারা এই লিংক থেকে পড়ে আসুন।

প্রথমে আমাদের প্রয়োজন হবে দুইটি অ্যাপ। নিচ থেকে অ্যাপ দুইটি ডাউনলোড করে ইন্সটল করুন।


1. Apk Extractor
Link: Play Store (1 MB)

2. XAPK Creator
Link: Amazon Drive (7 MB)

এই দুইটা ইন্সটল হয়ে গেলে এখন আপনার প্রথম কাজ হলো যে গেম/অ্যাপ টা কে আপনি XAPK আকারে বানাতে চান সেটা ইন্সটল করুন।

ধরুন, আমি PUBG গেম টার xapk বানাতে চাই, তাহলে আমি প্রথমে গেমটা ইন্সটল করলাম।

আমাদের প্রথম ধাপ সম্পন্ন হয়ে গেছে। এবার ১ নং অ্যাপটি ওপেন করুন এবং PUBG সিলেক্ট করুন।
এতে PUBG এর apk আমরা পেয়ে গেলাম।

১ নং অ্যাপ এর কাজ শেষ। এখন ২ নং অ্যাপ টি ওপেন করুন। নিচের মতো ইন্টারফেস পাবেন এবং + চিহ্ন তে ক্লিক করুন। এখন Select xapk icon এ ক্লিক করুন।




এবার একটু খেয়াল করুন। দেখুন যে অ্যাপ এর আইকোন সবচেয়ে ছোট, সেটা ক্লিক করুন। কারণ, এই অ্যাপ সব আইকন প্রসেস করতে পারে না। তাই অন্য পাবজি আইকন সাপোর্ট করে না। তাই আমাদের কাজ হলো অন্য কোনো অ্যাপ এর আইকন সিলেক্ট করা যেটা সবচেয়ে ছোট হয়। আমার ফোনে Gif Shop এর আইকন সবচেয়ে ছোট তাই এটাই সিলেক্ট করলাম।
আবারো বলি, আমরা পাবজি এর xapk ই তৈরী করতেছি, শুধু আইকন টা অন্য অ্যাপ এর। তবে ইন্সটল করার সময় আবার ঠিক হয়ে যাবে। তারপরও যারা পাবজি র আইকন দিয়েই ফাইল বানাতে চান, তাদের এই পোস্টের শেষে দেখাবো কীভাবে করবেন।
এবার Get apk info তে ক্লিক করুন এবং PUBG সিলেক্ট করুন। এবার Extract info তে ক্লিক করুন।


এখন নিচের মতো Select apk তে ক্লিক করুন এবং মেমরি থেকে apk টা সিলেক্ট করুন।

এবার Select obb তে ক্লিক করুন এবং মেমরি থেকে obb টা সিলেক্ট করুন।

ব্যাস, এবার Make xapk তে ক্লিক করুন, আপনা আপনি কাজ হয়ে যাবে।

রেজাল্ট দেখুন।

এ পর্যন্তই।

আর যারা xapk এর আইকন নিয়ে হতাশায় রয়েছেন, তাদের কাজ হলো নিচের স্ক্রীনশট ফলো করা।
প্রথমে xapk টা extract করুন এবং icon এবং xapk ফাইল টা ডিলিট করে দিন।

যেকোনো ওয়েবসাইট থেকে ৯০x৯০ আকারের একটি আইকন ডাউনলোড করুন, আপনি চাইলে কনভার্টও করতে পারেন। আমি icons8 থেকে ডাউনলোড করলাম।




এবার ঐ ফোল্ডারে আইকন টা নিয়ে যান এবং রিনেম করে icon.png লিখুন। লেখা শেষ হলে সব গুলো কম্প্রেস করুন এবং কম্প্রেস করার সময় ফাইল নাম রিনেম করে নামের শেষে .xapk লিখে দিন।

কংগ্রাচুলেশনস!

আপনার প্রথম xapk তৈরী পার্ফেক্টলি সম্পন্ন হয়েছে। ✌️

ভালো থাকবেন। ☺️

Exit mobile version