আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন।

এই পোস্টটি খুবই ছোট হবে এবং এই পোস্টটি শুধু মাত্র ঐসকল ব্যক্তির উদ্দেশ্যেই করা হচ্ছে যারা বিষয়টি সম্পর্কে আগে থেকে জানতেন না।

তাই যারা Expert রয়েছেন তারা একটু দূরে থাকুন। আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আসল টপিক।

Google Account কিংবা Gmail Account যা ই বলেন অনেকেই জানে না কিভাবে একেবারের জন্যে ডিলিট করতে হয়। আজ আমি সেটাই হাতে কলমে দেখিয়ে দিবো।

এর জন্যে আপনাকে যা করতে হবে :

১) প্রথমে www.google.com এ যান এবং যে ব্রাউজার দিয়ে ঢুকবেন সেই ব্রাউজারে আপনার গুগল একাউন্টটি সাইন ইন করুন।

 

২) এরপর আপনার গুগল একাউন্টের আইকনে ক্লিক করুন। ডান দিকের উপরের দিকেই পেয়ে যাবেন।

 

৩) এরপর “Manage Your Google Account” এ ক্লিক করুন।

 

৪) এরপর “Data & Privacy” তে ক্লিক করুন।

৫) এরপর নিচের দিকে Scroll করুন। “Delete Your Google Account” এ ক্লিক করুন।

৬) এরপর আপনি আপনার গুগল একাউন্টটির Password দিয়ে Next এ ক্লিক করুন।

 

৭) এরপর আপনি চাইলে একাউন্টের সবকিছুই ডাউনলোড করতে পারবেন। এবং শেষে স্ক্রল করে গিয়ে “Yes, I Acknowledge etc etc” এবং পরের “Yes I acknowledge etc etc” তে টিক মার্ক দিয়ে “Delete Your Account” এ ক্লিক করবেন।

এভাবেই আপনি আপনার গুগল একাউন্টটি পার্মানেন্টলি আজীবনের জন্যে ডিলিট করতে পারবেন।

তাহলে বুঝে গেলেন আশা করছি কিভাবে আপনি আপনার গুগল একাউন্টটি ডিলিট করতে পারবেন। অনেকেই জানে না এটি সম্পর্কে। এই ব্যাসিক সিরিজে আমরা ইন্টারনেটের ব্যাসিক জ্ঞানগুলো অর্জন করার চেষ্টা করবো ইনশাল্লাহ।

তাই যারা এগুলো আগে থেকেই জানতেন তারা কমেন্ট বক্সে এসে জ্ঞান দিবেন না। আমার কথায় কোনো সমস্যা হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ।
ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো পোস্টে।

ট্রিকবিডির সাথেই থাকুন।
THIS IS 4HS4N
LOGGING OUT…

5 thoughts on "(Internet Basics – Part 2) একটি Google Account কিংবা Gmail Account কিভাবে Permanently Delete করবেন?"

  1. Apis Contributor says:
    যদিও আগে থেকেই জানা ছিল তবু share করার জন্য ধন্যবাদ
  2. Dipzol Roy Dipu Contributor says:
    আমার মনে হয় Gmail ডিলিট হয় না । ডিলিট হলেও পরবর্তীতে Recover করা যায় ।
  3. MD Musabbir Kabir Ovi Author says:
    এই বেসিক ধারণা তো প্রায় সবার আছে
  4. Thunder-Wolf Contributor says:
    এই ঠগবাজকোম্পানি কখনোই নিজেদের সার্ভার থেকে তথ্য মুছে দেয় না সম্পূর্ণভাবে।?

Leave a Reply