আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।
আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কিভাবে যেকোন apps এর হোম পেইজে pop-up হিসাবে আপনার নাম দিবেন । আমরা সবাই কম বেশি mod app ব্যবহার করে থাকি এবং সেখানে দেখতে পাই modder এর নিজের নাম ব্যবহার করে । কেমন হয় যদি নিজের নাম দেওয়া যায় । তো শুরু করা যাক ,
যা যা লাগবে ঃ
- Dev tools
- Mt Manager
password : trickbd
প্রথমে আমরা dev tools এ যাবো
তারপর layout inspector যাবো ।
এখন আমরা assessibility যাবো এবং dev tools কে permission দিয়ে দিবো ।
dev tools on করে আপনি যে apps কে pop-up show করাতে চান সেই apps এ চলে যাবো এবং current activity দেখতে পারবো হোম screen কোন layout আছে । এখন আমরা mt manager এ চলে যাবো ।
Mt manager যাবো এবং tree dot যাবো ।
তারপর extract apk যাবো ।
যেই apps টির ভিতরে pop-up show করাবেন সেটা extract করবেন ।
তারপর সেই apps টির উপরে ক্লিক করবো এবং view তে যাবো ।
এখন আমরা classes file পাবো সেটা ওপেন করবো dex editor plus দিয়ে ।
search box এ চাইলে wftpanel search বের করতে পারবো বা
এখন আমরা wftpanel যাবো ।
এখন আমরা nevigetor যাবো
এবং onCreate খুজে বের করবো ।
এখন আমরা invoke-super (p0,p1)……onCreate(landroid/os/bundle;) V
এই লেখাটা খুজে বের করবো এবং আমার দেওয়া কোড টা copy করে paste করবেন এবং নাম এর জায়গায় আপনার নাম দিবেন ।
const/4 v0, 0x1
const-string v1, “Mod By Abir”
invoke-static {p0, v1, v0}, Landroid/widget/Toast;->makeText(Landroid/content/Context;Ljava/lang/CharSequence;I)Landroid/widget/Toast;
move-result-object v0
invoke-virtual {v0}, Landroid/widget/Toast;->show()V
এখন আমরা সেইভ করে দিবো এবং back দিবো ।
save & exit ক্লিক করবো ।
save করা হলে install করবো
দেখতে পাচ্ছেন আমরা pop-up show করতাছে ।
যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিও টা দেখতে পারেন । youtube ভিডিও আপলোড করা আছে ।
তো আজকেই এই প্রযন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ।
Additional features of Pro Version include:
1. Layout inspector for other apps
2. View the activity history
3. Color picker like eyedropper
4. View manifest of any apps
5. Decompile other apps
6. Pull apk of other apps
7. Pull so of other apps
8. No Ads
9. More advanced features later