আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন আশা করি ভালো আছে।
এতক্ষন পোস্ট এর টাইটেল দেখে বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে আছকের পোস্ট হতে চলছে। হ্যাঁ শুধু মাত্র একটা এসএমএস দিয়েই আপনি জানতে পারেন আপনার প্রিয় জন বা আত্মীয়-স্বজন বা অন্য যে কেও এখন কোথায় আছে এবং কোথায় অবস্থান করতেছে।
অনেক সময় দেখা যাই যে আমাদের প্রিয়জনদের কে ফোন দিচ্ছি ফোন ধরতেছে না বা ফোনে পাওয়া যাচ্ছে না ইত্যাদি বিভিন্ন কারণে সে এখন কোথায় আছে তার লোকেশন জানার খুব দরকার বা আমাদের প্রিয়জন কোথায় যাওয়া আসা করে তা খুব সহজেই জানাযে একটা মাত্র এসএমএস দিয়ে.!
এই সার্ভিসটি নাম হচ্ছে জিপি বাডি ট্র্যাকার সার্ভিস এটি গ্রামীণসিম এর একটি সেবা এটি মূল জিপি গ্রাহকরা সার্ভিসটি উপভোগ করতে পারবে খুব সামান্য পরিমাণ চার্জ দিয়ে। সার্ভিসটি চালু করতে ২.৬৭ টাকা (সব সহ) চার্জ দিতে হবে৭ দিন এর জন্য
এই সার্ভিসটি চালু করতে প্রথম এ মেসেজ অপশন যেতে হবে সেখানে গিয়ে লিখতে হবে START আপনার নাম এর পর পাঠিয়ে দিন 23020 এই নাম্বার এ
এর পর আপনার ফোনে একটি এসএমএস আসবে এই রকম
এখন আবার মেসেজ অপশন গিয়ে লিখতে হবে Add যার লোকেশন ট্র্যাক করবেন বা বের করবেন তার ফোন নাম্বারটি দিন তার নাম (উদাঃ Add 017××××××34 Trickbd) এর পর পাঠিয়ে দিন 23020 এই নাম্বার এ
এর পর যার লোকেশন ট্র্যাক করবেন বা বের করবেন তার ফোনে এটি এসএমএস যাবে এবং সে ফোনে মেসেজ অপশন গিয়ে লিখবেন Y আপনার ফোন নাম্বারটি (উদাঃ Y 017××××××34) এর পর পাঠিয়ে দিন 23020 এই নাম্বার এ। যেই কাজ শেষ.!.
যখন আপনার প্রয়োজন হবে আপনার প্রিয় জন এর লোকেশন ট্র্যাক করতে বা বের করতে তখন আপনার ফোনের মেসেজ অপশন গিয়ে লিখবেন LOCATE নাম্বার অ্যাড করার সময় যে নাম দিয়েছেন সে নাম (উদাঃ LOCATE Trickbd)
তার পর আপনাকে এসএমএস দিয়ে জানিয়ে দিবে তার লোকেশন.!
কোনো কিছু না বুঝলে কমেন্ট করবেন
শুধু রেফার করে ইনকাম করুন ৩০০ থেকে ৪০০ টাকা প্রতিদিন