Domain ত নিলাম আবার কি সমস্যা? তাই না?
ট্রিকবিডিতে আপনাকে স্বাগতম।
চলুন বিষয়টি বিস্তারিত জেনে নিই।
যারা Free Domain নিয়েছেন আপনারা অনেকেই জানেন না ১টা গুরুত্বপূর্ণ বিষয়, আর সেটা হচ্ছে Icann Verification।
অনেকেই খুশির টেলাই অনেকগুলো ডোমেইন নিয়ে রাখছেন কিন্তু আসল জিনিসটা করেছেন কিনা আমি শিওর না।
যদি ICANN Verification না করেন কি হবে ?
যদি Icann Verification না করেন তবে আপনার Domain Cancel হয়ে যাবে, এতে কোম্পানির কোন দোষ থাকবে না।
অনেক সময় ইমেইলে এই ভেরিফাই করার জন্য বলা হয়। আবার অনেক সময় ইমেইল আসতে পারে না, বা আসে না।
তাই এই পোস্টে দেখিয়ে দিলাম কিভাবে Free নেওয়া ডোমেইন গুলো Icann Verification কমপ্লিট করবেন সেটা।
অনেকের Email আসছে, সেটাতে ক্লিক করে Verification Confirmed করুন।
এতেই কাজ হয়ে যাবে।
যদি ICANN VERIFICATION email না এসে থাকে তবে নিচের মতো করে অনুসরণ করুন।
সর্বপ্রথম Login করুন আপনার অ্যাকাউন্ট এ।
এবার Manage Domain এ যাওয়ার পরে দেখুন নিচে লিখা আছে ICANN Verification
সেখানে ক্লিক করুন।
এবার নিচে গিয়ে দেখুন লিখা আছে Resend Verification Email
এই লিখাতে চেপে ধরুন
এবং
Copy Link Address এ ক্লিক করুন।
এবার Copy করা লিংক URL Bar এ পেস্ট করে নিন এবং Enter বা Go তে ক্লিক করুন।
বেশ এবার দেখুন Domain successfully Verified লিখা আসছে ?
এবার আর কোন চিন্তা নেই। আপনার ডোমেইন ১ বছরের জন্য ব্যবহার করতে পারবেন সহজেই।
পোস্টটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ১টা কমেন্ট করবেন।
যেকোনো সমস্যার সম্মুখীন হলে কমেন্ট করে জানাবেন।
Author : T@HER
আমার ওয়েবসাইট লিংক :
ধন্যবাদ