সকল অথর, কনট্রিবিউটর, ভিউয়ার্স, সবাইকে আসসালামু আযলাইকুম!

আজকের টপিকের মূল বিষয় হচ্ছে আনলিমিটেড গুগল ড্রাইভ স্টোরেজ যেখানে আমরা আমাদের যত ডকুমেন্ট ফাইল যত কিছু আছে লাইফ টাইম এর জন্য সব আনলিমিটেড ভাবে রাখতে পারব।

এবং আপনারা এখন অনেকে বলবেন যে এই টপিক নিয়ে অলরেডি ট্রিকবিডিতে পোস্ট আছে! হ্যাঁ আমিও মানছি আছে।

কিন্তু আমি ট্রিকবিডিতে খুজছিলাম কিন্তু আমি যে সিস্টেমে দেখাবো  এই সিস্টেমে কেউ দেখায়নি যেটা আমি খুঁজে পাই নাই।

আর আপনারা যদি পেয়ে থাকেন, বা এটা সমন্বে অলরেডি জানেন, তাহলে অনেক ভালো, সুতরাং তারা উল্টাপাল্টা কমেন্ট না করে পোস্ট থেকে ইগনোর করতে পারেন/ I mean করুন!

আর যারা জানেন না তারা এখান থেকে শিখে নিতে পারেন। তো আর বেশি কথা বলবো নাহ, চলুন শুরু করি।

প্রথমে আমি নিচে ছবিতে থাকা

Bot

দেখলাম যেটি আপনারা নিচের ছবিতে দেখতে পারছেন তো এই বট এ আসার পর আপনারা start এ ক্লিক করবেন

START  ক্লিক করার পর আপনাদের সামনে একটি এসএমএস আসবে যেটিতে দেখতে পারবেন জেনারেট টিডি (Genetate TD) নামে একটি অপশন বাটন।

তো সিম্পলী আপনারা এখানে ক্লিক করবেন। তারপর নিচের ছবির মত দেখতে পারবেন আপনার কাছে প্রথমে আপনার ইমেইল আইডি চাচ্ছে।

ইমেইল আইডি বলতে আমি জিমেইল আইডি কে বোঝাইছি তো আপনি আপনার যে জিমেইলে গুগল ড্রাইভ আনলিমিটেড নিতে চান!

সেই জিমেইল আইডিটি এখানে মেসেজে লিখে সেন্ড করবেন।

তারপর আপনারা দেখতে পারবেন, এখানে আপনার কাছে আপনি যে আনলিমিটেড স্ট্রোরেজ তৈরি করতে চাচ্ছেন! সেই স্টোরেজের নাম চাচ্ছে!

এখানে আপনি আপনার মত করে যে নাম আপনার পছন্দ হয় সেই নাম দিয়ে এসএমএস লিখে তারপর আবার সেন্ড বাটনে ক্লিক করে পাঠিয়ে দেবেন।

তারপর এখানে দুইটি অপশন দেখতে পারবেন একটি হচ্ছে রেনডোম এবং আরেকটি হচ্ছে ম্যানুয়াল।

তো আমি আপাতত ম্যানুয়াল টা দেখাচ্ছি না কেননা পোস্টটা অনেক বড় হয়ে যাবে। আপনাদের যদি ম্যানুয়াল অপশনটা দেখার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি পরবর্তীতে এই অপশনটি নিয়ে আরেকটি পোস্ট করব।

তো আপাতত আপনারা এখানে রেন্ডম অপশন ক্লিক করবেন।

এখানে ক্লিক করার পর আপনার কাছে একটি মেসেজ আসবে এবং তার পাশে দেখতে পারতেছেন সবুজ বাতি।

প্রথমে সবুজ বাতি থাকবে না, প্রথমে লাল বাতি জ্বলবে তারপর যখন তিনটা বাতি সবুজ হয়ে যাবে।

তখন ভাববেন যে আপনার আনলিমিটেড গুগল ড্রাইভ স্টোরেজ সম্পূর্ণ তৈরি। এখন আপনি আপনার আনলিমিটেড স্টোরেজ দেখার জন্য আপনি যে জিমেইল আইডি লিখে সেন্ড করছেন, সেই জিমেইল আইডি থেকে গুগল ড্রাইভ অ্যাপসটি ওপেন করুন।

তারপর নিচের ছবির মত দেখতে পারবেন শেয়ার ড্রাইভ নামে একটি অপশন।

এই অপশনে ক্লিক করলে আপনি যে নাম দিয়ে আপনার সেন্ড করছেন সেই নামটি দেখতে পারবেন। এই ফাইলে ক্লিক করে তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনি আপনার যত ফাইল আনলিমিটেড রাখতে পারবেন।

এখন যদি এটার সিকিউরিটি সম্পর্কে বলি এটা সম্বন্ধে আমি ফুল সিকিউরিটি দিতে পারব না।

এটা যদিও শেয়ার ড্রাইভ যদি পার্সোনাল ড্রাইভ হতো, তাহলে আপনি রাখতে পারতেন। এখানে যেগুলো রাখবেন এটা হচ্ছে আপনি অন্য ডাটাবেজে আপনার ডকুমেন্ট সংরক্ষণ করলেন।

কিন্তু আমার মনে হয় না যে কোন অসুবিধা হবে এটা হাজার হাজার মানুষ ব্যবহার করতেছে, ইভেন আমি নিজেও ব্যবহার করি। আপনাদের মন চাইলে আপনারাও ব্যবহার করতে পারেন।

তাদেরকেই ধন্যবাদ দিলাম। যারা আমার পুরো পোস্টটি পড়েছে।?

আনলিমিটেড স্টোরেজ নেওয়া বট ওপেন করতে ক্লিক করুন।

বিঃদ্রঃ// আনলিমিটেড ড্রাইভ স্ট্রোরেজ ফেসবুকে মাঝেমধ্যে আমরা যে google ড্রাইভ সমন্বে  বিভিন্ন পোস্ট দেখি যারা বলে শেয়ার ড্রাইভ যার প্রাইস এত আনলিমিটেড মূলত তারা এই বটটার মাধ্যমে স্টোরেজ তৈরি করে মানুষের কাছে বিক্রি করে সুতরাং আপনারা চাইলে আপনারা এটি করতে পারবেন।

হ্যাকিং, বাগ বাউন্টি, বিভিন্ন টিপস এন্ড ট্রিকস, এন্ড্রয়েড অ্যাপস সহ সকল প্রিমিয়াম এপস এবং যাবতীয় প্রযুক্তি ইন্টারনেট বিষয়ে ইনফরমেশন পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন।

চ্যানেলঃ আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে, মন চাইলে ক্লিক করুন।

ব্যবহার করতে কোন সমস্যা হলে, আমার সাথে যোগাযোগ করতেঃ 

সবাই ভালো থাকবেন।

~ আল্লাহ হাফেজ। ?

51 thoughts on "টেলিগ্রামের মাধ্যমে আনলিমিটেড গুগল ড্রাইভ স্টোরেজ, Take google drive unlimited storage 2023 in telegram app and bot"

    1. Avatar photo Shofikul Islam Author Post Creator says:
      ধন্যবাদ।
  1. Avatar photo Abubokor Neo Contributor says:
    বর্তমানে কোন ওয়েবসাইটের মাধ্যমে শেয়ার্ড ড্রাইভ ক্রিয়েট করা যায়না। অসংখ্য ধন্যবাদ ভাই আপনার পোস্টের জন্য, কাজ করছে।
    1. Avatar photo Shofikul Islam Author Post Creator says:
      Abubokor Neo আপনাকেও ধন্যবাদ ভাই, আপনাদের সববারেই কাজ করতেছে, তারপর ও দেখেন, এখানে ২ টা বলদ এ বলতেছে, আমি নাকি হুদাই,ফাইজলামি করতে পোস্ট করছি। এদের কে তাহলে কি বলবো বুঝে আসে না।
  2. Mh Shuvo Contributor says:
    apni ki janen esob drive ekn r use kora jai na. manually kono file upload korte parben na esob drive e. mane na jene bujhe hudai ekta post kore dilen r hoiye gelo naki. fajlami korte aschen ekhne?
    1. RiyadBro Contributor says:
      Hudai azaira post kore era
  3. Avatar photo সোহেল Author says:
    Google Drive to Teligram a bot diay kibabe upload korbo
    1. Avatar photo Shofikul Islam Author Post Creator says:
      Telegram bot diye storage make krrar por..apner google drive Theke upload dite hbe..telegram theke upload hbe na
    1. Avatar photo Shofikul Islam Author Post Creator says:
      MD Musabbir Kabir Ovi thanks
    2. Avatar photo MD Musabbir Kabir Ovi Author says:
      You are wellcome
  4. RiyadBro Contributor says:
    Not Working Now
    1. Asif Contributor says:
      আমিতো মাত্র 2 টা জিমেইল এ নিলাম ভাই
    2. Avatar photo Shofikul Islam Author Post Creator says:
      ১00 Working,, setup krte na parle..Working to korbei na.
    3. Avatar photo Shofikul Islam Author Post Creator says:
      RiyadBro আপনি চেক করে দেখছেন? নট ওয়ার্কিং নাউ, হুদাই আন্দাজে একটা কমেন্ট করতে পারলেই বেচে যান। একটা জিনিস চেক করে না দেখতেই উল্টাপাল্টা কমেন্ট, Not working হলে, আর মানুষ মনে হয়, এমনে এমনে বলতেছে যে,কাজ করে।
  5. Asif Contributor says:
    কাজ করেছে ।
    1. Avatar photo Shofikul Islam Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া
    2. Avatar photo Shofikul Islam Author Post Creator says:
      @Asif

      Hmm vai..ata kaj krbei..apnader soba rei kaj krtase..apni aro 2 ta gmail a nilen..ar dheken kisu bolod ulta palta comments krtase..eder k ki krte mn cay aktu blen to?

    3. Asif Contributor says:
      Welcome brother . প্রতিদিন যেই রকম ট্রিক দিয়ে যাচ্ছেন । আশা করি আরও দিতে থাকবেন ।
  6. Avatar photo Random Contributor says:
    Very useful, Thanks.
    1. Avatar photo Shofikul Islam Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া, আপনারা সবাই বলেন,কাজ করতেছে, আর দেখেন, ২ জন RiyadBro &Mh Shuvo অটিস্টিক অটিজম কি,রকম বাজে কমেন্ট করছে।
  7. Avatar photo Shuvo Sutra Dhar Contributor says:
    কাজ করেছে??
  8. Avatar photo Kn Hasan Contributor says:
    এটা শেয়ার ড্রাইভ।
    আনলিমিটেড স্টোরেজ দিচ্ছে ঠিকই, কিন্ত কতদিন টিকবে তার ঠিক নেই। তা ছাড়া এই স্টোরেজ যে আপনাকে দিচ্ছে ইচ্ছা করলে সে আপনার ডাটা এক্সেস করতে পারবে। তাই কোন ভাবেই এটা সেভ না।
    ব্যাক্তিগত জিনিস বাদে সিনেমা বা কোর্স সহ বড় কোন ফাইল রাখতে চাইলে রাখা যায়, যেগুলো হারিয়ে গেলে কিছু হবে না। তবে কোন ভাবেই পার্সনাল কিছু রাখা যাবে না।
    1. Avatar photo Tanvir Author says:
      Post author Vai?
    2. Avatar photo Md. Naimul Islam Contributor says:
      কথা সত্য
  9. Avatar photo Sk Sakib al hasan Contributor says:
    কিভাবে টেলিগ্রামে মিরর গ্রুপ তৈরি করা যায় এই নিয়ে একটা পোস্ট দিলে ভালো হয়
  10. NaimIslam58566 Contributor says:
    Kisu upload kora jacche na
    1. Avatar photo Shofikul Islam Author Post Creator says:
      NaimIslam58566,,আপনার যদি আপলোড করতে প্রবলেম হয়,আমাকে ইনবক্স মেসেজ দিবেন, সমস্যা ঠিক করে দেবো।
  11. Avatar photo Abubokor Neo Contributor says:
    কিছুই আপলোড করতে পারছিনা ভাই। কালকেও না, আজকেও না।
    1. Asif Contributor says:
      পার্সোনাল ড্রাইভ থেকে মুভ করে দেখেন হয় নাকি
  12. Avatar photo Md Abdus Sabur Legend Author says:
    আমি আর কিছু বললাম না কমেন্ট উত্তর দেখে। এটা কাজ করতেছনা নিজে চেক করে বললাম আর আপনাকে একটা কথা বলি ইগনোর করা শিখেন কেউ ১% খারাপ কথা বললে আপনি ১০% খারাপ কথা শুনাই দেন এগুলো উচিত না আমার মতে। সবার যে কাজ করবে এমন কোন কথা না তাই বলে আপনি আরো বেশি খারাপ কথা কমেন্ট বললেন তাহলে ওদের থেকে আপনি বেশি খারাপ।

    যার কাজ করবে না বলে দিবেন না করলে আমার করার কিছৃ নেই সবার যে কাজ করবে এমন না।

    1. Avatar photo Shofikul Islam Author Post Creator says:
      Md Abdus Sabur ধন্যবাদ, আপনার সুন্দর উপদেশ এর জন্য। বাট কেউ উল্টা পাল্টা কমেন্ট করলে,আমার মেজাজ গরম হয়ে যায়। অসহ্য লাগে এদের, তাই অল্প বললেও একটু বেশিই শুনে। সেজন্য আমি পোস্টের শুরুতেই বলি, উল্টাপাল্টা কমেন্ট এর ইচ্ছে থাকলে পোস্ট ইগনোর করুন। কারন না,জেনে না বুঝে উল্টপাল্টা কমেন্ট আমার একদমই অসহ্য।
    2. Avatar photo Trickbd Support Moderator says:
      @Shofikul ISlam. আপনার বাজে মন্তব্যের জন্য আপনাকে ৩ দিনের ব্যান দেয়া হয়েছে। আশা করছি ভবিষ্যতে বাজে মন্তব্য করবেন না।
  13. Avatar photo Sahadat hosain Rana Contributor says:
    Time-limit কত দিনের??
  14. Mh Shuvo Contributor says:
    Basti son is also on the internet now
    Wow digital Bangladesh.
  15. Avatar photo MD Hasan Xhmed Author says:
    ভালো পোষ্ট।চালিয়ে যান।
  16. New heart Contributor says:
    Vai kono kisu tow upload hosse na
    1. Asif Contributor says:
      পার্সোনাল ড্রাইভ থেকে মুভ করে দেখেন
  17. Avatar photo Danger Rafi Author says:
    এটা ট্রিকবিডি ভাই।কারোর কমেন্ট ভালো না লাগলে কমেন্ট ইগনোর করে চলে যান, অথবা রিপ্লাই দেওয়ার কোন প্রয়োজন দেখিনা।আপনার পোস্ট সবার ভালো নাও লাগতে পারে,, কিন্তু আমি আপনার রিপ্লাই এ বলদ সহ বেশ কিছু অপর কে ছোট করে কথা দেখলাম, এভাবে রিপ্লাই করার ও কোন প্রয়োজন দেখছিনা
  18. Avatar photo Danger Rafi Author says:
    কাউকে ব*দ বলেন আপনি কিভাবে? তাছাড়াও মানুষের ছোট করে কমেন্ট এর রিপ্লাই দিচ্ছেন। অথোর হয়েছেন, তাই কারো না কারোর খারাপ কমেন্ট এর জন্য রেডি থাকতে হবে,একটা পোস্ট সবার কাজ করবে না বা পছন্দ হবে না এটাই স্বাভাবিক।
  19. Avatar photo Tushar Ahmed Author says:
    এখন দেখতেছি পোস্ট এর কোনো ট্রিক কাজ না করলেও বলতে হবে কাজ করতেছে না! নইলে তো বলদ/অটিস্টিক/অটিজম হয়ে যাবো। ?
  20. Avatar photo Shamrat Khan Sourav Contributor says:
    vai upload kora jay na to?? upload korle nai hoye jay..upload kemne korbo?
    1. Asif Contributor says:
      Personal drive theke move koren
  21. Avatar photo alexbond Contributor says:
    Drive create hoi but upload error dekhai
    1. Asif Contributor says:
      Personal drive theke move kore dekhen
  22. Avatar photo Saidul Islam Contributor says:
    হুম কাজ করছে
    ধন্যবাদ
  23. ww3w Contributor says:
    vaiya akhn ki off hoye geche? kaj kortechena
  24. ভাই বট তো কাজ করে না?
  25. masstrash Contributor says:
    RIP Unlimited Google Drive,

Leave a Reply