Site icon Trickbd.com

টেলিগ্রাম এর অসাধারণ একটি বট, Telegram এর মাধ্যমেে ৩ সেকেন্ড Background Remove এবং নিজের ছবি থেকে স্টিকার তৈরি করুন। Telegram Bot Background Eraser and Stricter Maker

আসসালামু আলাইকুম, আজকে আপনাদের সামনে টেলিগ্রাম BOT এর আরেকটি লজিক শেয়ার করব।

তো এটা একটি সহজ টেকনিক যেটা আপনার টেলিগ্রাম বাদে অন্য কোন সফটওয়্যার ব্যবহার করেও করতে পারেন।

তো এটা নিয়ে এজন্য পোস্ট করা কারণ আমরা অনেকে আছি যারা টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করি, কিন্তু এই সিস্টেম টা নতুনরা এখনো জানিনা।

তো আমাদের এই সিস্টেমটা জেনে থাকলে লস তো আর নাই।

এখন অনেকে বলতে পারেন যে এটা আমরা অলরেডি জানি, কিন্তু আমি বলব যে আপনার অনেকে জানেন, কিন্তু এখনো অনেকে আছে যারা এটা সম্বন্ধে জানে না। তো তারা যদি এই পোস্ট থেকে একটু হলে হেল্প দেয় এজন্য এটি করা।

আর যারা এটা জানেন,তারা পোস্ট টা’কে এড়িয়ে যান।

Bot এর কাজঃ

এই বটের মাধ্যমে আপনারা খুব সহজেই যে কোন ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। কোন প্রকার ঘষাঘষি ছাড়াই।

এবং তার থেকে আরও একটি বড় ব্যাপার হল, এটা দিয়ে আপনারা আপনাদের নিজের ছবি থেকে টেলিগ্রামের স্টিকার তৈরি করতে পারবেন।

যেটা আপনি ব্যবহার করে ইউজ করতে পারেন, স্টিকার হিসেবে ফরওয়ার্ডিং করে আপনি যে কোন জায়গায় পাঠাতে পারবেন।

শুধু আপনারা একটি ছবি সেন্ড করবেন, যেটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান।

এবং সেটি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, এবং টেলিগ্রামের স্টিকার ও মেক করতে পারবেন,সেই ছবি থেকে।

কিছু কথাঃ

অনেক সময় আমাদের খুব তাড়াতাড়ি একটি ইমার্জেন্সি যে কোন পেছনের কালারিং পিক এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য একটি অ্যাপস বা ওয়েবসাইট লাগে,

কিন্তু আমাদের যারা টেলিগ্রাম ব্যবহার করি তারা এগুলো ছাড়াই আলাদাভাবে এমবি খরচ না করে টেলিগ্রাম থেকেই খুব সহজে এটি করে নিতে পারবেন।

এটার জন্য প্রথমে আপনারা বট টি ওপেন করে নিবেন, এরপর Start এ ক্লিক করবেন।

তারপর নিজের মত আপনি আপনার যে পিক টির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন এবং সেটি দিয়ে স্টিকার মেঘ করতে যাচ্ছেন সেই ব্যক্তি আপডেট করে দিবেন তারপর সেন্ড করবেন,

তারপর ওপরে লোডিং বাড়ে দেখবেন যেখানে হচ্ছে টাইপিং হচ্ছে এটাকে লোডিং হিসেবে ধরা হয় তারপর এখানে টাইপিং করে আপনার পিকটা এরেস্ট করে আপনাকে ফরওয়ার্ড করে পাঠিয়ে দেবে।

তো দেখুন আমি যে পিকটা দিলাম সেটি ব্যাকগ্রাউন্ডের রিমুভ করে পাঠিয়ে দিয়েছে,

 

এখানে কোন প্রকার ঘষাঘষি ছাড়াই শুধু সেন্ড করার কয়েক সেকেন্ডের মধ্যেই পিকটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে,

এক্ষেত্রে অনেক পিকের ব্যাকগ্রাউন্ডের সমস্যা হতে পারে তবে যাদের ব্যাকগ্রাউন্ড এর কালার গুলো একই রকমের তাদের ক্ষেত্রে অনেক ভালোভাবে কাজ করবে, যেমনটি আপনারা দেখতে পারলেন।

 


এখন স্টিকার তৈরি করার জন্য স্টিকার অপশনে ক্লিক করবেন।

 


তারপর নিচে যে বাটনটি দেখতে পারছেন এখানে ক্লিক করে স্টিকার মেক করে নিবেন।

তারপর আবার স্টিকার দেখার জন্য পুনরায় আপনারা ইস্টিকার অপশনে ক্লিক করবেন, তারপর ওখানে আপনার যে স্টিকারটি দেখতে পারছেন, সেটি সম্পূর্ণ তৈরি।

তারপর ওই স্টিকারটা দেখার জন্য স্টিকার এ আবার আপনারা ক্লিক করবেন,

এবং এটি সেন্ড হবে তারপর স্টিকারটা আপনি যেখানে ইচ্ছা সেখানে ব্যবহার করার জন্য সেটার উপর হলে ক্লিক করবেন।

 

তারপর উপরে কর্নারে দেখতে পারবেন ফরওয়ার্ড অপশন

অথবা নিচে দেখানো ফরওয়ার্ড অপশন সেখানে ক্লিক করে আপনি যাকে ইচ্ছা তাকে পাঠাতে পারবেন।

BOT LINK: @rembgbot

হ্যাকিং বাগ বাউন্টি ও ইন্টারেনেট, প্রিমিয়াম ফ্রী আ্যাপস সহ৷ প্রযুক্তি বিষয়ে, তথ্য পেতে মন চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ক্লিক করুন।

সবাই ভালো থাকবেন, ট্রিকবিডির সাথে থাকবেন।

 

~আল্লাহ হাফেজ।

Exit mobile version