হেই প্রিয় আসসালামু আলাইকুম
কেমন আছেন আপনি কেমেন্ট জানতে ভুলবেন না।
আমি মোঃ আল আমিন আছি আপনাদের সাথে।
এরপরেও টপিকটি আরেকবার হাইলাইট করে দেয়….
আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশি জনপ্রিয় কিছু টিভি চ্যানেলের m3u প্লে-লিস্ট (backup) বা বিকল্প সহ।
এই প্লে-লিস্ট স্লো বা ধীর গতির ইন্টারনেট সংযোগেও ব্যাবহার করা যাবে। Smart Tv, Android Tv, Tablets, PC, Android Mobile এ-ও ব্যাবহার করা যাবে নিশ্চিন্তে।
এটি ব্যাবহার করা বা চালানোর জন্য আমাদের দরকার হবে Iptv smarter pro অ্যাপটি।
চলুন এখন APP Setting করি Android মোবাইলে । একই নিয়মে Android Tv তেও চ্যালেন গুলো দেখতে পাবরবেন।
অ্যাপ ডাউনলোড লিংক
বি.দ্র. mod অ্যাপ তাই Play Store এ পাবেন না।
ডাউনলোড হয়ে গেলে Install করে। অ্যাপের মধ্যে প্রবেশ করলেই এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন।
এখানে প্রথমটি অর্থাৎ Load Your Playlist File or URL চাপ দিন।
এবার Playlist Name: যা খুশি লিখে দিন
Playlist Type: যা আছে তাই রেখে Browse এ চাপ দিন।
ডাইনলোড লিংকে দেওয়া m3u ফাইলটি বসিয়ে দিন।
সবকিছু ঠিক থাকলে এরকম দেখাবে Add User এ চাপ দিন।
একটু লোড হওয়ার পর এরকম দেখাবে।
এখন যেকোনো একটি চ্যানেলের উপার চাপ দিন। ইন্টারনেট সংযোগ চালু থাকলে চ্যানেল শুরু হয়ে যাবে।
কিছু চ্যানেলের ডেমো দেখে নিন।
বি.দ্র. এই প্লে-লিস্ট তৈরি করা হয়েছে Jagobd এর m3u8 এর উপর ভিত্তি করে।
এইরকম আরো Playlist পেতে Telegram এ যুক্ত হোন।
সো এই ছিল আজকে টপিক আপনার পোস্টটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবে। আর হ্যা লাইক দিতে ভুলবেন না কিন্তু।