বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামু আলাইকুম। আমি ট্রিকবিডি থেকে তামিম আছি আপনাদের সাথে । আপনারা সবাই কেমন আছেন? আপনারা কি জানেন টেলিগ্রাম বট ব্যবহার করেও গেম খেলা যায় । টেলিগ্রাম হল একটি ক্লাউড-ভিত্তিক ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ।  এটি 2013 সালে চালু হয়েছিলো । মেসেজিং ছাড়াও, টেলিগ্রাম 2 জিবি পর্যন্ত ফাইল শেয়ারিং, ভয়েস এবং ভিডিও কল, চ্যানেল এবং গ্রুপ, বট সমর্থন করে। টেলিগ্রাম অ্যাপটি iOS, Android, Windows, macOS এবং Linux সহ একাধিক প্ল্যাটফর্মে রয়েছে এবং সারাবিশ্বে 500 মিলিয়নেরও বেশি অ্যাক্টিভ ইউজার রয়েছে।

টেলিগ্রাম ক্লাউড ভিত্তিক হওয়ার কারণে এর জনপ্রিয়তা আরও বেশি। ক্লাউড ভিত্তিক হওয়ায় এর ইউজাররা যেকোনো সময় যেকোনো ডিভাইস থেকে ইন্টারনেটের মাধ্যমে তাদের মেসেজ এবং ছবিগুলো দেখতে পারে। এছাড়া টেলিগ্রামে বিভিন্ন গ্রুপ এবং চ্যানেল রয়েছে আপনারা চাইলে টেলিগ্রামে গ্রুপ চ্যানেল খুলে মানুষের সাথে ভালো নেটওয়ার্ক স্থাপন করতে পারেন। টেলিগ্রামে  বিভিন্ন রকমের বট রয়েছে। এই বট গুলো দিয়ে বিভিন্ন রকমের কাজ করা যায়। আজকে আমরা একটি টেলিগ্রাম বট দিয়ে কিভাবে অনলাইনে গেম খেলতে হয় সেটা দেখব। এর সুবিধা হল আপনাদেরকে আলাদা করে কোন অ্যাপস ডাউনলোড করতে হবে না।  আপনারা টেলিগ্রাম বট দিয়েই গেমটি খেলতে পারবেন।

প্রথমে আপনাকে টেলিগ্রাম একটি চালু করতে হবে।  যদি টেলিগ্রাম অ্যাপটি আপনার না থাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবেন এবং একটি অ্যাকাউন্ট খুলে নিবেন।

এরপর আপনাকে সার্চ বার এ গিয়ে লিখতে হবে @gamee

এই টেলিগ্রাম বটে ঢোকার পর এখন স্টার্ট অপশনে ক্লিক করবেন

এখানে আপনি ইয়েস অথবা নো যে কোন একটি অপশন এ ক্লিক করতে পারবেন। সেটি আপনার ইচ্ছা আমি এখানে ইয়েস বাটনে ক্লিক করলাম।

এবার এখানে আমাকে একটি গেম খেলতে বলা হচ্ছে আপনি যদি প্লে সোলো তে ক্লিক করেন তাহলে গেমটি চালু হয়ে যাবে আমি প্লে সোলো তে ক্লিক করে দেখাচ্ছি ।

এখানে গেমটি লোডিং হচ্ছে

এখন আপনারা প্লে বাটনে ক্লিক করুন

 

দেখুন একটি গেম চালু হয়ে গিয়েছে আপনারা এটি চাইলে খেলতে পারেন 

এখানে ক্লিক করে গেম থেকে বের হওয়া যায়

উপরে আপনার স্কোর দেখাবে।  সেন্ড গেমে ক্লিক করে আপনি আপনার স্কোরটি বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন।

 সেন্ড গেমে ক্লিক করলে এরকম আসবে

 আর আপনি যখন কাউকে পাঠাবেন তাহলে এইরকম আপনার স্কোর দেখা যাবে।

ট্রেন্ডিং গেমে ক্লিক করলে যেই সব গেম গুলো এই বটে বেশি খেলা হয় সেগুলো দেখতে পারবেন। আমি মোটো এফেক্স গেমটিতে ক্লিক করলাম

 গেমটি খেলতে হলে ঠিক আগের মতই প্লে সোলো তে ক্লিক করতে হবে

দেখুন গেমটি চালু হয়ে গিয়েছে

এবার আমি একটি ফুটবলের গেম চালু করছি।

এখানে দেখিয়ে দিচ্ছে যে গেমটি কিভাবে আপনাকে খেলতে হবে।

আর কেউ যখন গেম খেলে আপনাকে লিংক পাঠাবে তাহলে ঠিক এইরকম লেখা যাবে এখানে দেখতে পাচ্ছেন যে তার স্কোর দেখা যাচ্ছে।

এভাবে আপনারা টেলিগ্রাম এর মাধ্যমে গেম খেলতে পারেন।  যদি আরো কোন  কিছু জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করবেন।

 

 

7 thoughts on "টেলিগ্রাম বট দিয়ে অনলাইনে গেম খেলুন"

  1. Sohelarman4374 Author says:
    Jai huk games khele somoy katano jabe
    1. Tamim Author Post Creator says:
      ঠিক
  2. MD Musabbir Kabir Ovi Author says:
    বিষয় টা অজানা ছিল ধন্যবাদ
    1. Tamim Author Post Creator says:
      welcome
  3. Sk Sakib al hasan Contributor says:
    kivabe telegrame mirror bot toiri kora jay ta niye ekta tutorial den
    1. Tamim Author Post Creator says:
      ?

Leave a Reply