Site icon Trickbd.com

কোন অ্যাপ বা ওয়েবসাইট ছাড়া হোয়াটসঅ্যাপ এ ফন্ট ফরমেট পরিবর্তন করুন

মেটাভার্স এর একটি মেসেজিং অ্যাপ হল হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে ইউজাররা মেসেজ পাঠাতে পারেন, ভয়েস মেসেজ পাঠাতে পারেন, অডিও কল এবং ভিডিও কল করা যায় ।

এটি একটি জনপ্রিয় মেসেজিং অ্যাপ। ২০০৯ সালে হোয়াটসঅ্যাপ প্রথম প্রকাশিত হয়। ২০১৪ সালে এটি Facebook কিনে  ফেলে। হোয়াটসঅ্যাপ এ এন্ড-টু-এন্ড এনক্রিপশন সিকিউরিটি রয়েছে। এন্ড-টু-এন্ড এনক্রিপশন থাকার কারণে হোয়াটসঅ্যাপ এর মেসেজ নিরাপদ থাকে এবং এটি কেউ হ্যাক করতে পারে না এবং দেখতে  পারে না ।

হোয়াটসঅ্যাপ প্রায় সব দেশে এবং সব অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যায় এবং এর মাধ্যমে গ্রুপ চ্যাটও করা যায়। হোয়াটসঅ্যাপ অনেকে ব্যবসায়িক কাজের ব্যবহার করে থাকে হোয়াটসঅ্যাপ এর আরেকটি অ্যাপ গুলো হোয়াটসঅ্যাপ বিজনেস। এটিতে আরো নতুন কিছু ফিচার রয়েছে যেগুলো দিয়ে ব্যবসা পরিচালনা করা যায়। হোয়াটসঅ্যাপের ব্যবহারকারী সংখ্যা বর্তমানে দুই বিলিয়নেরও বেশি।

আজকে আমরা কথা বলব কিভাবে কোন অ্যাপ এবং ওয়েবসাইট ছাড়া  হোয়াটসঅ্যাপে মেসেজ করার সময় বিভিন্ন ফন্ট স্টাইল ব্যবহার করবেন।

ফন্ট স্টাইল ব্যবহার করার কিছু সুবিধা রয়েছে। ফন্ট স্টাইল ব্যবহার করার মাধ্যমে আপনারা লেখাকে আরো আকর্ষণীয় করতে পারবেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ভোল্ট করে দিতে পারবেন। যার মাধ্যমে লেখার মান আরো ভালো হয়ে উঠে।

প্রথমে আমরা বোল্ট করে লেখা শিখবো –

বোল্ট করে লিখতে হলে লেখার আগে ও পরে স্টার চিহ্ন ( *)  দিতে হবে । চিহ্ন যেখানে দিবেন কোন স্পেস রাখা যাবে না । টেক্সট সেন্ড করে দেওয়ার পর আর এই স্টার চিহ্ন দেখা যাবে না৷

এরপর দেখবো যেভাবে ইটালিক ফন্ট ব্যবহার করবেন। ইটালিক ফন্ট দিয়ে লেখার জন্য লেখার আগে ও পরে আন্ডারস্কোর ( _) চিহ্ন ব্যবহার করবেন।

এখন আমরা স্ট্রাইকথ্রু ফন্ট ব্যবহার করবো। এর জন্য মেসেজের আগে ও পরে টিল্ড  ( ~) চিহ্ন ব্যবহার করতে হবে।

 

 

এভাবে আপনারা হোয়াটসঅ্যাপ এ ফন্ট পরিবর্তন করতে পারবেন। আশা করি এরকম আরোও পোস্ট পাওয়ার জন্য ট্রিকবিডির সাথেই থাকবেন।