আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন আজকে আর একটি post নিয়ে হাজির হলাম!
জানি না এর আগে এটা সম্বন্ধে কেউ পোস্ট করছে কিনা তবে যদি কেউ করে থাকে আমি আমার মত করে আবার পোস্টটি করছি! যাতে যারা নতুন আছে তারা এখনো এটা সমন্ধে জানে না তারা এটা দেখে শিখতে পারে এবং জানতে পারে।
image; google
আপনারা সবাই জানেন গুগল Batd কি এটা chatজিপিটির মত একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটার মাধ্যমে আপনি যেকোন প্রশ্নের উত্তর নিতে পারবেন তবে এটা অন্যান্য দেশে চালু থাকলেও বাংলাদেশের অ্যাভেলেবল নাই!
যে কারণে আমরা চাইলে এটি ব্যবহার করতে পারি না!
কিন্তু আমাদের সবার মনে অনেকের শখ জাগে যে আমরা যদি এটি ব্যবহার করতে পারতাম আজকের এই পোস্টটিতে শিখিয়ে দেওয়া হবে যে কিভাবে আমরা বাংলাদেশ থেকে গুগল বার্ড আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স ব্যবহার করব!
দেখুন আমি যদি google বার্ড ব্যবহার করতে চাই তাহলে এটা ওপেন করলে ব্যবহার করা যাবে না এটি বাংলাদেশের এখনো চালু হয়নি!
প্রথমে আপনাকে প্রোটন Vpn নামে একটি অ্যাপ নামাতে হবে যেটি প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন।
এরপর এখানে আপনাদের একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট তৈরি করা খুব সহজ!
আপনার নাম দেবেন তারপর পাসওয়ার্ড দিয়ে email দিয়ে লগইন করে নেবেন।
শেষে এরকম আসবে এখানে আপনাকে ক্যাপশা ভেরিফাই করতে হবে! ক্যাপচা ভেরিফাই শেষে আপনাকে Vpn app নিয়ে যাবে!
তারপর এখান থেকে আমি Unite State সিলেক্ট করবেন, যেটি আমি পোস্টটিতে দেখিয়েছি এরপর এখান থেকে আপনার যে কোন একটি সার্ভার সিলেক্ট করে নিবেন, তারপর উপরে দেখানো অপশনে ক্লিক করে Vpn রান করে নিবেন.
Bard Link: https://bard.google.com/
ওয়েবসাইট টি ওপেন করে নিবেন।
তো দেখতেই পারতেছে না আমার google bard চলে এসেছে এখন আমর যেটা মন চাইছে সেখানে লিখে দিতে পারব এবং ChatGPT এর মতো উত্তর নিতে পারবো।
আমার টিম Teamx1337 সমন্বে জিগ্যেস করলাম, এবং সে উত্তর দিয়ে দিলো।
vpn Link: https://play.google.com/store/apps/details?id=ch.protonvpn.android
হ্যাকিং, বাগ বাউন্টি, বিভিন্ন টিপস এন্ড ট্রিকস, এন্ড্রয়েড অ্যাপস সহ সকল প্রিমিয়াম এপস এবং যাবতীয় প্রযুক্তি ইন্টারনেট বিষয়ে ইনফরমেশন পেতে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ক্লিক করতে পারেন।
কোথাও না বুঝলে কমেন্টে জানাবেন, সলভ করে দেবো।
আল্লাহ হাফেজ!