হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা?  অনেকদিন পরে লিখতে বসলাম ।

পোস্টের টাইটেল দেখে হয়তোবা বুঝে গেছে যে ,  আজকের এই পোস্টে তোমরা কি জানতে যাচ্ছ ?

তো বন্ধুরা আমরা সবাই Midjourney সম্পর্কে তো জানি Midjourney হচ্ছে এমন একটি AI যার মাধ্যমে আমরা command prompt এর  সাহায্যে বিভিন্ন ধরনের পিকচার তৈরি করতে পারি বা ছবি তৈরি করতে পারি যেগুলো সম্পূর্ণ এআই দ্বারা তৈরি করা হয়ে থাকে।

কিন্তু Midjourney এর  কিছু অসুবিধা রয়েছে তার মধ্যে  সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এটা প্রিমিয়াম ।

আর আমরা যেহেতু বাংলাদেশ থেকে তাই আমরা সবসময় ট্রাই করি যে ফ্রি জিনিস খোঁজার।

আপনি Midjourney ফ্রিতে ইউজ করতে পারবেন বাট Midjourney থেকে অল্প কিছু পয়েন্ট দেয়া হবে যার মাধ্যমে আপনি  শুধু কয়েকটি ছবি বানাতে পারবেন এবং এর সার্ভার অনেক স্লো থাকে তাই চিন্তা করলাম আপনাদের জন্য Midjourney একটি অল্টারনেটিভ নিয়ে আসা যাক ।

আজকে তোমাদের সাথে যে Ai শেয়ার করেছি তার নাম হচ্ছে Bluewillow AI .

তোমরা একদম ফ্রিতে আনলিমিটেড ছবি বানাতে পারবে।

আশা করি যারা গ্রাফিক ডিজাইন রিলেটেড কাজ করে থাকেন তাদের জন্য এই  AI  অনেক হেল্পফুল হবে।

Midjourney মতই এই AI আপনি Discord server এর মাধ্যমে এক্সেস করতে পারবেন।
আমি নিচে লিংক দিয়ে দিলাম আপনারা এখান থেকে জয়েন করে ফেলবেন।

Join  Bluewillow AI

 

accept invite এ ক্লিক করবেন।

নিজের পছন্দের ভাষা সিলেক্ট করে ফেলুন । ।।

আর না চাইলে স্কিপ মারেন …।

বাকি সব স্কিপ মারলেও চলবে হুদাই পোস্ট বড় না করি ।

যে জায়গা গুলো মার্ক করে দিসি আপনি সেই জায়গা গুলতে ক্লিক করবেন।

এখন আমি তাদের সার্ভারে চলে আসছি দেখেন ।

আমি rookie – 55 এ প্রবেশ করছি আপনি আপনার মন মত সিলেক্ট করবেন।

আর এই Ai টি সম্পুর্ণ  Midjourney এর মত …

সো কামান্ড গুলোও Midjourney এর মতই দিতে হয় ।

আপনি যদি কামান্ড দেওয়ার নিয়ম জানতে চান তাহলে  [Midjourney AI] আপনি যেভাবে বলবেন AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাকে সেভাবেই ছবি এঁকে দেবে। [Text-to-image]  এই পোস্ট টা পড়ে ফেলুন ।।

আমি এত কিছু লিখবো না কারণ একি জিনিস …।

ওকে আশা করি আপনাদের এই পোস্টটি অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না।

7 thoughts on "চলে আসলাম Midjourney এর বেস্ট ফ্রি Alternative নিয়ে !"

  1. Avatar photo Sabbir Hasan Contributor says:
    Your Posts Are Unique Keep It Up ❤️
  2. Avatar photo Torikulking Contributor says:
    অসাধারণ পোস্ট ভাই, চালিয়ে যান।

Leave a Reply