হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা। পোস্টের টাইটেল দেখে হয়তো বা বুঝে গেছো আজকের পোস্ট কি নিয়ে হতে যাচ্ছে।

আমরা সবসময় দেখে থাকি বেশ কিছু ওয়েবসাইটে ক্যাপচা দেওয়া থাকে তাদের ওয়েবসাইটের সিকিউরিটিকে ঠিক রাখার জন্য।

যাতে করে কোন রোবট দিয়ে কেউ তাদের ওয়েবসাইট এর মধ্যে কোন রকমের ঝামেলা সৃষ্টি না করতে পারে।

কিন্তু এই ক্যাপচা গুলো আমাদেরই মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায় ।

কোন দরকারি কাজ করার সময় দেখবেন ক্যাপচা চলে এসেছে ।

খুবই বিরক্ত লাগে এই সময়।

তো আজকের এই পোস্টে আমরা দেখব কিভাবে hCaptcha Bypass  করতে হয়।

আর এটা সব ডিভাইসের মধ্যে কাজ করবে কোন সমস্যা নেই।

তো চলুন আজকের পর শুরু করা যাক।

সবার প্রথমে আমরা এই লিংক এর মধ্যে চলে যাব https://www.hcaptcha.com/accessibility

লিংক এর মধ্যে আসলেই আমরা এমন একটি সাইট দেখতে পারবো।

 

এখন আমাদেরকে এই লেখাটির মধ্যে ক্লিক করতে হবে । “If you are an accessibility user” 

এখানে আমাদের কাছে ইমেইল এড্রেস চাওয়া হয়েছে … সো আমরা আমাদের ইমেইল এড্রেসটি দিয়ে দিব।

মনে রাখবেন একেবারে অরিজিনাল ইমেইল দিবেন কোন রকম টেম্পোরারি মেইল দিবেন না।

এক্ষেত্রে আমি আমার জিমেইল দিয়ে দিচ্ছি।

আপনার জিমেইল এড্রেসটি দেওয়ার পরে সাবমিট করে দিবেন .

এবার আপনার মেইল এড্রেস চেক করুন।

দেখুন এমন একটি মেইল আপনি দেখতে পারবেন।

এবার “Get Accessibility Cookie” এই লিংকে ক্লিক করুন । যেটা আপনার জিমেইলে আপনি পেয়ে যাবেন।

আর চাইলে আপনি এই লিংকটিকে বুক মার্কও করে রাখতে পারেন ফিউচারে এক্সেস করার জন্য।

লিংকে ক্লিক করার পরে আপনাকে আপনার কুকি সেট করে নিতে হবে। নিচের স্ক্রিনশট ফলো করুন।

ব্যাস এখন আপনার কাজ শেষ।

মনে রাখবেন এটা Brave এবং Safari ব্রাউজার এর মধ্যে কাজ করবে না.

এখন চলুন ডেমো টেস্ট করা যাক।

আপনারা এর ডেমো চেক করতে চাইলে নিচের লিংকে চলে যান.

https://accounts.hcaptcha.com/demo

আমার ক্ষেত্রে এটা একবারে পারফেক্টলি কাজ করেছে।

আশা করি আপনাদের ক্ষেত্রেও কাজ করবে।

তো এই ছিল আজকের পোস্ট । আশা করি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই পোস্টটি শেয়ার করবেন এবং লাইক করতে ভুলবেন না।

3 thoughts on "জেনে নিন hCaptcha Bypass করার নিয়ম ! কোন কিছু ডাউনলোড করতে হবে না এবং কোন এক্সটেনশন ও লাগবেনা !"

  1. Avatar photo Kabbir Contributor says:
    অনেক উপকারি পোস্ট। কাজ হচ্ছে। thank you
  2. Avatar photo MD Musabbir Kabir Ovi Author says:
    উপকারী পোস্ট
  3. Avatar photo কাব্য Author says:
    Sign up failed. If you are having issues signing up, please email support@hcaptcha.com

Leave a Reply