Site icon Trickbd.com

আইফোনের এড বন্ধ করুন সেটিংস থেকেই!!

Unnamed

আইফোনের এড বন্ধ করুন সেটিংস থেকেই!!

আইফোনের এড বন্ধ করতে পারবেন ফোনের সেটিংস থেকেই, যখন ওয়াই-ফাই নেটওয়ার্ক এ কানেক্টেড থাকবেন তখন যেকোনো ব্রাউজারে আর এড আসবে না।

এটি করা যায় মূলত ডিএনএস আইপি অটোমেটিক থেকে মেনুয়্যালি পরিবর্তন করে।

যা করতে হবে-

প্রথমে আপনার আইফোনের সেটিংস এ যান

 

এরপর ওয়াই ফাইতে ঢুকে আই বাটনে ক্লিক করুন-তারপর কনফিগার ডিএনএস এ যান

এরপর অটোমেটিক থেকে মেনু্য়্যাল সিলেক্ট করুন, আগের যে কোনও আইপি থাকলে সেগুলো ডিলিট করে এই আইপি গুলো বসিয়ে, উপর থেকে সেইভ অপশন চাপুন!!

ব্যাস হয়ে গেল, এখন থেকে আপনার আইফোনের কোনও ব্রাউজারে আর অবাঞ্ছিত এড আসবে না, হ্যাপি ব্রাউজিং।

এই আইপিগুলো মূলত এড গারড ডিএনএস এর আইপি।