Site icon Trickbd.com

Chrome Default Home page customization করুন খুব সহজেই নিজের ইচ্ছে মতো ।

Howdy,

আজকে দেখাবো কিভাবে chrome home page customize করা যায় ।

কেন customize করবো?  

একই হোম পেইজ দীর্ঘদিন ব্যবহার করলে আমাদের কাছে একটু বিরক্ত কর লাগে । যদি একটু নিজের মতো করে customize করা যায় তাহলে কত না ভালো হয় । তো চলুন আজকে সেটাই দেখাবো ।

আজকে ট্রিকটা শুধু মাত্র PC এর জন্য।

Download

উপরে আমার দেওয়া লিংক থেকে rar ফাইলটি ডাউনলোড করবেন।

ডাউনলোড করা শেষ হলে extract করবো এবং ৩টি ফাইল দেখতে পারবো।

এখন আমরা html  ফাইলটির উপর ক্লিক করে তার properties যাবো এবং লোকেশনটা কপি করে নিবো তার HTML ফাইলের ফুল নামটি কপি করবো extension সহ।

অবশ্যই তিনটি ফাইল এক ফোল্ডারে রাখতে হবে

এখন আমরা chrome চলে যাবো।

থ্রী ডটে ক্লিক করে settings যাবো ।

এখন on startup যাবো এবং open a specific page or set of pages যাবো।

এখন add a new page যাবো ।

এখন একটি আগে যা ফাইলের লোকেশন কপি করছি সেটা এখানে পেস্ট করে add ক্লিক করবো।

এখন আমাদের কাজ শেষ । এখন chrome কে ক্লোজ করে দিন।

আবার chrome ওপেন করেন দেখতে পারছেন আমার chrome default page customization হয়ে গেছে ।

যারা বুঝতে অসুবিধা হচ্ছে তারা চাইলে ভিডিও টি দেখতে পারেন।

তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Dev Credit: https://codepen.io/rahul-sahni/pen/YzOWmYy

Facebook

YouTube

Exit mobile version