Be a Trainer! Share your knowledge.
Home » Trainer Competition » অ্যাপলের চেয়ে গুগল বড়!

অ্যাপলের চেয়ে গুগল বড়!

অ্যাপলকে টপকে বিশ্বের সবচেয়ে
মূল্যবান প্রতিষ্ঠানের তালিকায়
শীর্ষে উঠে এসেছে গুগলের মূল
প্রতিষ্ঠান অ্যালফাবেট। কাঠামোগত
পরিবর্তন আনার পর সম্প্রতি প্রকাশিত এক
প্রতিবেদনে দেখা যায়, প্রতিষ্ঠানটি
সাফল্যের সব প্রত্যাশা ছাড়িয়ে
গেছে। গত সোমবার রাতে
অ্যালফাবেটের শেয়ারমূল্য ৬ দশমিক ৫
শতাংশ বাড়ায় প্রতিষ্ঠানটির মূল্য
বেড়ে ৫৫ হাজার কোটি মার্কিন
ডলারে পৌঁছায়। অন্যদিকে, অ্যাপলের
বর্তমান মূল্য ৫৩ হাজার ৮০০ কোটি
ডলার।
আজ বুধবারও যদি অ্যালফাবেটের
শেয়ারমূল্য বৃদ্ধির এই ধারা অব্যাহত
থাকে তবে ইতিহাসে প্রথমবারের
মতো সাফল্যের শিখরে উঠে আসবে
তারা। অপরদিকে গত তিন বছরে
প্রথমবারের মতো শীর্ষস্থান হারাতে
বসেছে অ্যাপল।

গত ১৩ বছরের মধ্যে এবারই প্রথম ভয়াবহ

পতনের আশঙ্কা প্রকাশ করেছিল
অ্যাপল। সেই আশঙ্কাই সত্যি হলো।
সোমবার এক্সনমোবিলকে হটিয়ে
দিয়েছে সামাজিক যোগাযোগের
মাধ্যম ফেসবুক। ফলে বিশ্বের সবচেয়ে
মূল্যবান প্রতিষ্ঠানের তালিকায়
মাইক্রোসফটসহ সেরা চারটিই এখন
প্রযুক্তিবিষয়ক। ইদানীং গুগলের
বিজ্ঞাপনী আয় বেশ বেড়েছে। মূলত
সে কারণেই গত বছরের শেষ
প্রান্তিকে অ্যালফাবেটের মুনাফা
বাড়ে ৫ দশমিক ৩ শতাংশ।
গত বছর অ্যালফাবেট নামের নতুন
প্রতিষ্ঠান গঠন করে গুগলের পুরো ব্যবসা
সেটির অধীনে নিয়ে আসা হয়। প্রধান
উদ্দেশ্য ছিল বিনিয়োগকারীদের
চাহিদা অনুযায়ী প্রতিষ্ঠানের আরও
স্বচ্ছতা নিশ্চিত করা এবং প্রতিটি
অঙ্গপ্রতিষ্ঠানের প্রধানদের আরও
বেশি স্বাধীনতা দেওয়া।

২০১৫ সালে গুগল ইনকরপোরেটেডের
শুধু ইন্টারনেট ব্যবসা থেকেই মোট আয়
হয়েছে ৭ হাজার ৪৫০ কোটি ডলার,
যেখানে অন্য অঙ্গপ্রতিষ্ঠানগুলো
লোকসান করেছে ৪ হাজার ৪৮০ কোটি
ডলার। গুগলের প্রধান অর্থনৈতিক

কর্মকর্তা রুথ পোরাট জানিয়েছেন,
স্মার্টফোন এবং ইউটিউবে বিজ্ঞাপন
থেকেই এমন মুনাফা অর্জন সম্ভব হয়েছে।
অন্যদিকে, গুগলের প্রধান নির্বাহী
সুন্দর পিচাই জানিয়েছেন, মোবাইলে
বিজ্ঞাপনের আয় ডেস্কটপ
কম্পিউটারের আয় ছাপিয়ে গেছে।
তিনি আরও বলেন, গত বছরের শেষ পর্যন্ত
গুগলের ই-মেইল সেবা ব্যবহারকারীর
সংখ্যা ১০০ কোটি ছাড়িয়েছে।

ধন্যবাদ


তথ্য প্রযুক্তি সেবায়, আপনাদের পাশে।

(……………ফেসবুকে আমি…………………)

8 years ago (Feb 03, 2016)

About Author (262)

Tajik Ahsan
author

TrickBD.com

Trickbd Official Telegram

Leave a Reply

Switch To Desktop Version