আজকের দিনে স্মার্টফোনের প্রয়োজনীয়তার কথা বলাটাও অত্যুক্তি। স্মার্টফোনগুলো শুধু মানুষের কথা বলার চাহিদাই মেটায় না, বরং প্রাত্যহিক জীবনের এক গুরুত্বপূর্ণ উপাদান হয়ে পড়েছে। ব্যক্তিগত, পেশাগত ও সামাজিক জীবনের একটি নির্ভরযোগ্য তথ্যের ভাণ্ডার হয়ে উঠছে হাতের মুঠোয় থাকা ফোনটি। কিন্তু সাধের ফোনটি চুরি হয়ে গেলে যেন আকাশ ভেঙে পড়ে মাথায়। মোবাইলের চুরি ঠেকাতে এবং চুরি যাওয়া ফোনের তথ্যাদি সংরক্ষণ করে আপনাকে আসন্ন বিপদের হাত থেকে রক্ষা করতে পারে কিছু অ্যাপস। এমন তিনটি অ্যাপস সম্বন্ধে জেনে নিন, আপনারই কাজে দেবে।
১. সেরবেরাস অ্যান্টি-থেফট (Cerberus anti-theft)
চুরি যাওয়া মোবাইল সত্যিই খুঁজে পাওয়া সম্ভব এই অ্যাপ্লিকেশন দিয়ে। এটি শুধু একটি ফোন ফাইন্ডার অ্যাপ্লিকেশনই নয়, এটি একই সঙ্গে চোরকে শনাক্তকরণ এবং আপনার তথ্যাদি নিরাপদে রাখার জন্য একটি সম্পূর্ণ সমাধান। সেরবেরাস হলো গ্রিক মিথোলজির সেই তেমাথা কুকুর, যা বিশ্বস্ততার সঙ্গে পাতালপুরে ঢোকার দরজা পাহারা দিত। ঠিক তেমনিভাবেই এই অ্যাপ্লিকেশন তিনটি উপায়ে আপনাকে নিরাপত্তা দান করে।
১. ওয়েবসাইটের মাধ্যমে নিয়ন্ত্রণ (www.cerberusapp.com )
২. মেসেজের মাধ্যমে নিয়ন্ত্রণ ও
৩. স্বয়ংক্রিয় অ্যালার্ম।
রিমোট কন্ট্রোল সার্ভিসের মাধ্যমে আপনি পারবেন চুরি যাওয়া ফোনটির—
– ডিভাইসের বর্তমান স্থান শনাক্ত করতে
– একটি কোডের মাধ্যমে ডিভাইসটি লক করতে
– সজোরে অ্যালার্ম বাজাতে (ডিভাইসটি সাইলেন্ট করা থাকলেও)
– মেসেজ পাঠাতে, যা আপনার ডিভাইসের ডিসপ্লেতে স্বয়ংক্রিয়ভাবে শো করবে
– চোরকে শনাক্ত করতে ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে ছবি নিতে, স্ক্রিনশট নিতে, এমনকি ভিডিও রেকর্ড করতে
– মাইক্রোফোনের মাধ্যমে অডিও রেকর্ড করতে
– স্মার্টওয়াচের মাধ্যমে ডিভাইসের সঙ্গে সংযুক্ত থাকতে।
এ ছাড়া আর বেশ কিছু সুবিধাসংবলিত এই দারুণ উপযোগী অ্যাপটির ট্রায়াল ভার্সন (বিনামূল্যে) এবং প্রিমিয়াম ভার্সন গুগল প্লে স্টোরে পাওয়া যাবে।
২. অ্যাভাস্ট অ্যান্টি-থেফট (Avast anti-theft)
অ্যাপ্লিকেশনের জগতে অ্যাভাস্ট একটি অতি পরিচিত নাম। এটি বিনামূল্যে লাখ লাখ ডিভাইসকে নিরাপত্তা দিয়ে থাকে। আপনার ডিভাইসে এটি ইন্সটল দেওয়ার সময় একটি অ্যাভাস্ট অ্যাকাউন্ট খোলা লাগে (বিনামূল্যে)। এটি থেকে পরে
www.my.avast.com থেকে আপনার হারিয়ে যাওয়া ডিভাইসটি নিয়ন্ত্রণ করতে পারবেন। নিরাপত্তাবিষয়ক এই শীর্ষস্থানীয় অ্যাপ্লিকেশনটি বেশ কিছু চমৎকার ফিচারের মাধ্যমে আপনাকে সাহায্য করবে।
– ডিভাইস লক
– ডিভাইসের বর্তমান স্থান শনাক্তকরণ
– অন ডিসপ্লে মেসেজিং
– অ্যালার্ম বা সাইরেন বাজানো
– সিম পরিবর্তন করলে তার নোটিফিকেশন দেওয়া
– তথ্য মুছে ফেলা
– থেফটি বা চোরের ছবি তোলা ও তার আশপাশের অডিও শোনা
অ্যাপ্লিকেশনটি বিনামূল্যে গুগল প্লে স্টোর থেকে নামানো যাবে।
একদম বিনামূল্যের এই অ্যাপটি একসঙ্গে তিনটি ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারে। প্রায় সব ধরনের অপারেটিং সিস্টেমেই এই অ্যাপ কাজ করে। রিমোট কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে এটি আপনার মূল্যবান ডিভাইসটির রক্ষণাবেক্ষণ করে থাকে। মাত্র ৪ দশমিক ২ মেগাবাইটের এই অ্যাপ্লিকেশন দারুণ সব ফিচারের মাধ্যমে হারিয়ে যাওয়া ডিভাইসটি আপনার কাছে ফিরিয়ে দিতে পারে।
– জিপিএসের মাধ্যমে ডিভাইসটির বর্তমান স্থান শনাক্ত করে
– ছবি ও স্ক্রিনশটসহ আপনাকে রিপোর্ট করবে
– আপনার নিয়ন্ত্রণে অ্যালার্ম বাজবে
– একদম সঠিক লোকেশনের জন্য বর্তমান ডিভাইসের নেটওয়ার্ক সম্বন্ধিত যাবতীয় তথ্য দেবে
এই অ্যাপ্লিকেশন ব্যবহারের মাধ্যমে যাঁরা তাঁদের সাধের হারানো স্মার্টফোন ফিরে পেয়েছেন, তাঁদের অভিজ্ঞতা ও মন্তব্যের কথা জানতে পারবেন ওয়েবসাইটে (https://preyproject.com/blog/cat/recoveries)। অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন।