Site icon Trickbd.com

নিজ চাকরদেরকে গরীব ঋণগ্রস্তদের ঋণ মউকুফ করার নির্দেশ [বুখারী২৩৯১, মুসলিম ১৫৬১]

Unnamed

আবু মাসউদ বদরী (রাঃ) হতে
বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ
(সাঃ) বলেছেন,
“তোমাদের পূর্ববর্তী লোকদের
মধ্যে একটি লোকের হিসাব
নেওয়া হয়েছিল। তার একটি
মাত্র সৎকর্ম ব্যতিরেকে আর কোন
ভাল কাজ পাওয়া যায়নি।

সেটি হল এই যে, সে লোক
সমাজে মিলেমিশে থাকতো।
সে ছিল স্বচ্ছল (বিত্তশালী)
ব্যক্তি। নিজ চাকরদেরকে
গরীব ঋণগ্রস্তদের ঋণ মউকুফ করার
নির্দেশ দিত। (এসব দেখে)
আল্লাহ আযযা
ওয়াজাল্ল বললেন, ‘আমি তো ওর
চাইতে বেশী ক্ষমা প্রদানের
অধিকারী। (হে
ফেরেশতাবর্গ!) তোমরা ওকে
মাফ করে দাও।” [বুখারী২৩৯১,
মুসলিম ১৫৬১]