এটা নতুন ট্রিকবিডিতে আমার দ্বিতীয় পোষ্ট। আমার জন্য সবাই দোয়া করবেন । যাইহোক আজকের টিউনটি শুরু করছি।আমার আজকের টিউন হল Opera mini দিয়ে কিভাবে Youtube এর ভিডিও ডাওনলোড করবেন।
আমাকে অনেকেই ফেজবুকে মেসেজ দেয়েছে যে,আমি কিভাবে Youtube থেকে ভিডিও ডাউনলোড করব।
অনেককে আগে বলেছি যে, এই অ্যপস,ওই অ্যাপস ইউজ করেন। কিন্তু এর ভিতর অনেকেই আবার বলে যে এটা অনেক ডাটা চার্জ করে আর সাথে এ্যাপস এর Advertisement এর ঝামেলা তো আছেই। তাই আমি ভাবলাম কি সমাধান আছে এর?Opera mini দিয়ে Youtube ভিডিও ডাউনলোড করব কিভাবে?
Google মামাকে Questionঃ
Google মামারে একটু জিঙ্গেসা করলাম/সার্চ দলাম।
Google মামার উত্তরঃ
Google মামার রেজাল্ট এ কয়েকটি সাইট লিংক পেলাম। ইউজ করলাম কয়েকটি সাইট। তবে বেশির ভাগ সাইট এ সেই Advertisement এ ভর্তি। তখন আমার মনে পড়ে গেল বাংলা ছবির একটা ডায়লগ, “ঘুরি ফিরি বটর তল”।
উৎকৃষ্ট সাইট চয়েজঃ
আমি সাইট চয়েজ করার প্রথমেই দেখলাম যেই সাইটে Advertisement কম আর অতি সহজেই পেজ লোড হয় অথ্যাৎ 2G তে যাতে এটা সহজে ইউজ করা যায়। যাইহোক সাইট চয়েজের পর্ব শেষ।
এবার ভিডিও এর আইডি বা Youtube লিংক সংগ্রহ করুনঃ
প্রথমে Youtube.com এ যান। এবার আপনি আপনার নাটক,মুভি বা গানটি সার্চ দিন।একটা রেজাল্ট পাবেন।
এবার আপনি আপনার পছন্দের ভিডিওটিতে ক্লিক করুন আর এই ভিডিওর Main পেজ মানে যেই পেজে watch & share অপশন আছে সেই পেজে যান।
এবার এই পেজের উপরের লিংকটি কপি করুন
Youtube ভিডিও ডাউনলোডঃ
এবার আপনার Opera mini Browser ট্যাব করে অথাৎ Youtube এর পেজে থেকে বা এখান থেকে বেরিয়ে নতুন একটি পেজ http://en.savefrom.net বা http://savefrom.net এ ঢুকুন।
এবার এখানে আপনি একটি খালি ঘর দেখতে পাবেন।
এই ঘরে আপনার Youtube এর কপি করা লিংক টা Paste করুন। আর এর পাশে একটা চিহ্ন আছে সেটাতে ক্লিক করুন।
এবার নতুন একটি পেজ আসবে আর এই পেজে আপনার ভিডিওটির Youtube এ যে ছবি ছিল সেটা দেখতে পাবেন।
এই পেজের নিচের দিকে ভিডিওটির ডাউনলোডের বিভিন্ন ফরমেট দেখতে পাবেন।
এবার আপনি যেই ফরমেটের ভিডিওটি ডাউনলোড করবেন সেই ফরমেটের উপর ক্লিক করুন।
এবার আপনার ভিডিওটি save এর অপশন পাবেন। এটা সেভ করুন। Minimise করুন আর ডাউনলোড করুন Youtube ভডিও আপনার Opera mini দিয়ে।
অনেক কষ্ট করে আর অনেক সময় নিয়ে লিখলাম। উপকৃত হলে একটা Thanks দিবেন।
বুঝতে সমস্যা হলে ফেজবুকে আমাকে নক করতে পারেন।