Site icon Trickbd.com

HD মুভি ডাউনলোড করার জন্য একটি প্রয়োজনীয় সফটওয়ার

এইচডি মানের এসব ভিডিও দেখার জন্যই আপনাকে অবশ্যই সর্ব প্রথম সফটওয়ারটি ডাউনলোড করে ইনস্টলের পূর্নাঙ্গ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।অনেকেই সফটওয়ার ডাউনলোড করার পর পূর্নাঙ্গ ইনস্টল না করেই মুভি ডাউনলোডের লিংক খোঁজা খুঁজি করেন। তাই তারা কোন এইচডি মানের ভিডিও দেখার সুযোগ পান না।ইনস্টলের পূর্নাঙ্গ প্রক্রিয়াটি সম্পন্ন করা খুব সহজ।

এখানে ডাউনলোড লিংকে ক্লিক করে সফটওয়ারটি ডাউনলোড করে নিন
সফটওয়ারটি ডাউনলোড হয়েছে কিনা দেখে আসুন। পিসিতে সাধারনত ডাউনলোড ফোল্ডারে ডাউনলোডকৃত সফটওয়ার অবস্থান নেয়। সেখান থেকে গ্র্যাবো আইডি
লেখা সফটওয়ারটি পিসিতে ইনস্টল করার জন্য সফটওয়ারটি লেখার ওপর ডাবল ক্লিক করুন। ক্লিক করার মাধ্যমে ইনস্টল প্রক্রিয়া শুরু হবে। ইনস্টল সম্পন্ন হলে এবার মনিটরের স্ক্রিনে গ্র্যাবোআইডি (Graboid Video) লেখাযুক্ত টিভির মত দেখতে একটি লোগো খুঁজে বের করুন। লোগোটি পেয়ে গেলে তার ওপর ডাবল ক্লিক করুন। এরপর যে বক্সটি আসবে সেখানে ক্রিয়েট ফ্রী অ্যাকাউন্ট নামে একটি বাটন আছে,সেখানে ডাবল ক্লিক করুন।এরপর সাইনআপ বক্স আসবে।এখানে আপনার নাম,ইমেইল অ্যাড্রেস ও পাসওয়াড দিন।তারপর ক্রিয়েট ফ্রী অ্যাকাউন্ট বাটনে ক্লিক করুন। এবার আপনি আপনার ইমেইল অ্যাকাউন্টটি ওপেন করুন, যেই ইমেইল অ্যাড্রেসটি আপনি এখানে দিয়েছেন। আপনার ইমেইল অ্যাকাউন্টটি খুলে গ্র্যাবোআইডি (Graboid Video) থেকে পাঠানো ম্যাসেজটি দেখুন।সেখানে ভেরিফাই মাই ইমেইল অ্যাড্রেস(Verify My E-mail Address)লেখা বাটনে ডাবল ক্লিক করুন।এভাবেই পূর্নাঙ্গ ইনস্টল প্রক্রিয়া সম্পন্ন হবে।এবার আপনি ক্যাটাগরি অনুযায়ী ভিডিও লিস্টে প্রদর্শিত যেকোনটি

সিলেক্ট করে মাই ডাউনলোডস(My Downloads)বাটনে ক্লিক করে এইচডি মুভি ডাউনলোড করতে পারবেন।এরপর যতবার ডাউনলোড করবেন ততবার মনিটরের গ্র্যাবোআইডি (Graboid Video) লেখাযুক্ত লোগোতে ক্লিক করে ইমেইল ও পাসওয়াড দিয়ে ডাউনলোড করুন ।