Site icon Trickbd.com

[Mega Post] দেখুন কিভাবে Uploadex থেকে সহজে যেকোনো ফাইল ডাউনলোড করবেন। [Tuners Must see]

Unnamed

[Mega Post] দেখুন কিভাবে Uploadex থেকে সহজে যেকোনো ফাইল ডাউনলোড করবেন। [Tuner Special]

বি.দ্র. আমার পরামর্শ হলো কেউ নিজের ক্লাউড স্টোরেজ হিসেবে Uploadex ব্যবহার করবেন না।কারণ কেউ কেউ বলে সাইটটা নাকি স্ক্যাম।আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন।

কাহিনিটা শুইনা লনঃ

আমি ট্রিকবিডি বেশ কয়েক বছর ধরেই চালাই। তো নিশ্চয় জানি কে কোন সাইটে ফাইল আপলোড করে লিংক শেয়ার করে।

তো ট্রিকবিডি যখন ওয়াপকা হোস্টিং এ ছিল সবাই দেখি Usercloud.Com এর লিংক দিত।
তদন্ত করে জানতে পারলাম নির্দিস্ট পরিমান ডাউনলোডে ১/২ ডলার করে দেয়।
আমি তখন টিউনার ছিলাম না তাই অত গুরুত্ব দেই নি।

তার কিছুদিন পর দেখলাম BDupload.Net এ আপলোড দেওয়া শুরু করছে। তো একজনরে জিগাইলাম,,,, কয় পেমেন্ট দেয় না(usercloud) তাই এখানে শুরু করছি।

তারপর আর কিছু জানি না। এই নতুন ট্রিকবিডিতে এসে দেখলাম নতুন রুপ→ Uploadex.com

আমি ভাবলাম যাক একটা পাওওয়া গেছে, আমিই ও শুরু করে দেই।কিন্তু সাইটে রেজিস্টার করতেই বারোটা বেজে গেল। কেউ এত্ত এড ইউস করে আগে জানতাম না।

তারপর বল্লাম ধুর আার রেজিস্টার ই করুম না।
ট্রিকবিডির অধিকাংশ টিউনার এখন এই সাইট ইউস করে।

তো আমি তো আর ঠেকাতে পারুম না তোরা কর! বাট্ মাসুম ভিজিটর রা তোমাদের আপলোড দেওয়া ফাইল কিভাবে ডাউনলোড দিবে?
তারা তো আর এড চেনে না,,,, পপআপকে বলে ভাইরাস, জাভাস্ক্রিপ্ট কে বলে মেলওয়ার,ইটি সি বিটিসি।

তারা এই অত্যাচারে ট্রিকবিডির জীবন থেকে নিজেকে রক্ষা করার জন্য ফাসির মালা গলায় দেয়।

যাই হোক অনেক বাজে বকলাম এবার বলব কিভাবে এই বিরক্তিকর জিনিস থেকে মুক্তি,,, ও সরি মুক্তি না কারন টিউনাররা শহীদ না হওয়া পর্যন্ত ট্রিকবিডি স্বাধীনতা পাবে না।

তাই বলে দেই, কিভাবে Uploadex থেকে যেকোনো ফাইল ডাউনলোড করবেন সহজেই।

এর জন্য এন্ড্রয়েডে ইউসি হলে ভাল হয়।মিনি হলে তো কথাই নাই। চিন্তা করেন না আজ Uc/Opera/Mozilla/Pc সব মেথড বলে দিব।

Uc Mini

UC থাকলে ভালো না থাকলে লিংক থেকে ডাউনলোড দিন। তবে নতুন ভারসন হবে না।

ওপেন করে চেক করুন Speed Mode on আছে কিনা। না থাকলে অন করে দিন।

এবার আপলোডেক্স এর কাঙ্খিত ফাইলের লিংক এ যান।

Create Download Link দেওয়ার আগে ফাইলের নাম আর সাইজটা দেখে নিন। এবার যে ডাউনলোড অপশন আসবে তার সাথে মিলিয়ে নিন।মিলে গেলে ডাউনলোড দিন। না মিললে cancel করে আবার ক্লিক করুন।

Uc Browser/Default Browser/Baidu/chrome

UC এর ক্ষেত্রে Option থেকে Addon এ যান এবং Add Block এডঅন আছে কিনা দেখুন। না থাকলে প্লেস্টোর অথবা এখান থেকে ইনস্টল করুন।তারপর সেখান থেকে Add block & popup block on করে দিন।

বাকি কাজ আগের মতই।

Default Browser এর ক্ষেত্রে Settings/Advanced/Block Popups…

বাকি কাজ আগের মতই।

ওপেরা তে একটু ঝামেলা তা হলো ডাউনলোড লিংক না আসা পর্যন্ত ক্লিক করতেই থাকুন। মানে ব্যাক করে আবার ডাউনলোড লিংকে ক্লিক করুন।

তাও যদি না হয় ডাউনলোড লিঙ্কে চাপ দিয়ে ধরে থেকে Open in new tab।

আর হ্যা ওপেরা নতুনটা ইউস করবেন না। এইটা নামান। Android Default Opera

PC ইউসাররা মজিলা হলে Tools>>Add on>>
এ গিয়ে সার্চ বক্সে Ads Block লিখে সার্চ দিন
। আসলে ইনস্টল দিয়ে রিস্টার্ট দিন।

তারপর আর কিছু বলা লাগবে?

যাই হোক অনেক বুকে গ্রেনেড মারা কথা বলে আপনাদের কষ্ট দিয়েছি, তাই হাতির পায়ের চাপ মনে করে ক্ষমা করে দিয়েন।

পারলে একটা পেইনকিলার ইমেইল করে দিয়েন।লিখতে লিখতে পা ব্যাথা হয়ে গেছে।

by RiadRox

ধন্যবাদ।

(Recommended to use Opera7.5/UC Mini to download)

You can Donate me by transfer free space in wapka.

Author: RiadRox
FB: fb/riad228
Email: riadrox@gmail.com

::::….ট্রিকবিডিতে আমার সকল