উদ্বোধনী অনুষ্ঠানের পর মাঠের খেলাও দুদিন পাড়
করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)
।দুই দিনে ম্যাচ হয়েছে চারটি। এরই মধ্যে ব্যাটে-বলে ঝলকদেখিয়েছে দেশি-বিদেশি ক্রিকেটাররা। কিন্তু
ক্রিকেটের, বিশেষ করে টি-২০’র দুই বড় বিজ্ঞাপন শহীদ আফ্রিদি ও ক্রিস গেইল কেনও এখনো অনুপস্থিত? জানা গেছে আরো অন্তত এক সপ্তাহ গেইল-আফ্রিদি চমক দেখতে পারবেন না দর্শকরা। জাতীয় দলের দায়িত্বের কারণে আসতে পারেননি আফ্রিদি। ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজের জন্য সংযুক্ত আরব আমিরাতে আছেন বুমবুম। দলের টি-২০ অধিনায়কও তিনি। ইংলিশদের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু ২৬ নভেম্বর। শেষ হবে ৩০ তারিখে। ডিসেম্বরের আগে বিপিএলে দেখা যাবে না আফ্রিদিকে। তাই দর্শকদের সঙ্গে আরো প্রায় সপ্তাহ অপেক্ষা করতে হবে তার দল সিলেট স্টার্সকে।
গেইলের অবশ্য সেই সমস্যা নেই। এই মুহূর্তে কোনো
সিরিজ নেই ওয়েস্ট ইন্ডিজের। ইনজুরির কারণেই বরিশাল বুলসের সঙ্গে এখনো যোগ দিতে পারেননি গেইল। টুইটার থেকে জানা যায়, ইনজুরি থেকে সেরে উঠতে আরো প্রায় এক সপ্তাহ লাগবে তার। তাই আফ্রিদির সঙ্গে ডিসেম্বরেই হয়তো দেখা মিলবে ক্যারিবীয় ক্রিকেট দানবের।
==================================
=================================>>>>==
আমার সাইট Www.TipsaLL24.Com
=====================================