দক্ষিণ কোরীয়ার প্রখ্যাত কোম্পানি এলজি কমনওয়েলথভূক্ত দেশ
ও ল্যাটিন আমেরিকার অধিবাসীদের জন্যে এলজি রে নামের
বাজেট বান্ধব নতুন এক স্মার্টফোন নিয়ে এসেছে।
এলজি রে’র আবরণ এমন করে তৈরি যে, সেটি দেখে ধাতব বলেই
মনে হবে।
এই ফোনে আছে ৭২০ * ১২৮০ রেজ্যুলুশনের ৫.৫ ইঞ্চি
ডিসপ্লে যার পিক্সেল ডেনসিটি ২৬৭ পিপিআই। সেটটির শক্তি
সঞ্চার করবে একটি নাম উল্লেখ না করা অক্টা-কোর প্রসেসর।
আছে ১ গিগাবাইট র্যাম, বড় আকারের ৩০০০ মিলি অ্যাম্পিয়ার
আওয়ার ব্যাটারি। এর ওজন ১৫৮ গ্রাম। ফোনটির মধ্যে থাকবে ১৬
গিগাবাইট সম্প্রসারণযোগ্য সংরক্ষণ ক্ষমতা, একটি ১৩
মেগাপিক্সেলের মূল ক্যামেরা। এই ক্যামেরার সাথে সম্পৃক্ত
থাকছে একটি এলইডি ফ্ল্যাশ। এর সেলফি ক্যামেরাটি ৮
মেগাপিক্সেলের । এল জি রে’তে অ্যানড্রয়েড ললিপপ
অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।
তবে ফোনটির মূল্য ঠিক কতো হবে সে সম্পর্কে এখনো কোন তথ্য
জানা যায়নি। ৯.৮ মিমি পুরুত্ব এবং ধাতব চেহারার কারণে এলজি
রে’কে স্লিম ও মেটালিক অর্থাৎ মূল্যবান সেট বলে মনে হলেও
এটি তেমন দামী ফোন হবে না। তবে এর আকর্ষণীয় দৃষ্টিনন্দন
আকৃতি অনেক বেশি ক্রেতাকেই কাছে টানতে সমর্থ হবে বলে