Site icon Trickbd.com

নকিয়ার ৬০ হাজার ডলারের ভার্চুয়াল ক্যামেরা

Unnamed

ফিনল্যান্ডের প্রযুক্তি পণ্য
নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া
আগামী বছরের শুরুতে বাজারে
আনতে যাচ্ছে অত্যাধুনিক ভার্চুয়াল
ক্যামেরা। এটির নাম ওজো। এর মূল্য
হবে ৬০ হাজার ডলার। ভ্যাট ও ট্যাক্স
ছাড়া বাংলাদেশি টাকায় মূল্য ৪৬
লাখ ৮০ হাজার টাকা।

চলতি বছরের জুলাই মাসে

প্রাথমিকভাবে নকিয়া ভার্চুয়াল
ক্যামেরা উৎপাদনে পরীক্ষা
নিরীক্ষা শুরু করে। গোলাকৃতি
আটটি সেন্সর এবং মাইক্রোফোনসহ
ক্যামেরার নকশা এমনভাবে করা
হয়েছে যা দিয়ে থ্রিডি মুভি অথবা
গেম সহজে বানানো যাবে। এই
ক্যামেরা দিয়ে বানানো মুভি
অথবা গেমগুলো ভার্চুয়াল
রিয়েলিটি হেডসেট দিয়ে উপভোগ
করা যাবে।

নকিয়া এখন টেলিকম সরঞ্জাম
তৈরির উপর দৃষ্টি নিবদ্ধ করেছে।
আগামি বছরে নিত্য নতুন ডিজাইন ও

পরিকল্পনা সহ তারা ফোন জগতেও
দাপটের সাথে ফিরে আসার চেষ্টা
করবে।
Exit mobile version