Site icon Trickbd.com

গেইলকে এনে টাকা উসুল হচ্ছে না বরিশালের

Unnamed

কাড়ি কাড়ি টাকা ঢেলে গেইলকে
দলে ভিড়িয়ে কোনো লাভ না
হওয়ায় মন ভালো নেই বরিশাল
মালিক পক্ষের। অবস্থা এমন
দাঁড়িয়েছে, শেষ চার তাদের
জন্য হুমকির মুখে পড়ে গেছে। অথচ গেইল আসার আগে দলটি
পয়েন্ট টেবিলের দ্বিতীয়
স্থানে ছিল। গেইল দুই ম্যাচে আটের বৃত্তে
বন্দী। দলের বাজে হার! এক
ম্যাচে তো দলীয় সর্বনিন্ম
রানের লজ্জা, ৫৮। স্বভাবতই
প্রশ্ন উঠছে, তাহলে গেইলকে এত
টাকা দিয়ে দলে ভিড়িয়ে লাভটা হলো কী? গেইলকে কত টাকা দেয়া হয়েছে-

এই প্রশ্নের সঠিক উত্তর পাওয়া
দুষ্কর। তাকে বিসিবির
নির্ধারিত টাকার (৫৬ লাখ
টাকা) চেয়ে ঢের বেশি দেয়া
হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু কত বেশি দেয়া হয়েছে সে
বিষয়ে কেউ মুখ খুলতে চান না।
কেননা, তাতে ঝামেলায় পড়তে
পারে ফ্রাঞ্চাইজিটি। তবে কয়েকটি সূত্রে জানা গেছে,
গেইলকে ম্যাচপ্রতি দেয়া হচ্ছে
২৭ লাখ ২২ হাজার টাকার মতো!
তার মানে ইতিমধ্যে ৫৪ লাখ ৪৪
হাজার পানিতে গেছে। বিপিএলে গতকাল শেষ চার
নিশ্চিত করেছে কুমিল্লা
ভিক্টোরিয়ান্স এবং রংপুর
রাইডার্স। বরিশাল বুলসের
পয়েন্ট ১০। তাদের ম্যাচ আছে
আরো দুটি। এই দুটির একটিতে জয় পেলে শেষ চার প্রায় নিশ্চিত
হবে। তবে কিছুটা হিসাব
নিকাশের মুখে পড়তে হবে। বরিশাল আশায় আছে, গেইল ঠিকই
তাদের বৈতরণী পার করে
দিবেন। যদি তা না হয়, তবে
প্রশ্ন উঠবেই-গেইল আসায় কি
ভরাডুবি হলো