Site icon Trickbd.com

বিদায় ফায়ারফক্স অপারেটিং সিস্টেম

Unnamed

মোবাইল ফোনের অপারেটিং সিস্টেমের (ওএস) দুনিয়ায় হোঁচট
খেয়েছে জনপ্রিয় ব্রাউজার ফায়ারফক্সের নির্মাতা মোজিলা।
আজ বুধবার যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে মোজিলার ডেভেলপার
সম্মেলনে স্মার্টফোন অপারেটিং সিস্টেম ‘ফায়ারফক্স ওএস’
তৈরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে মোজিলা কর্তৃপক্ষ।
মোজিলা কর্তৃপক্ষ বলেছে, ক্যারিয়ার চ্যানেলের মাধ্যমে
ফায়ারফক্স ওএস সরবরাহ করা বন্ধ করে দেবে তারা। তবে
স্মার্টফোনের বাইরে অন্য যন্ত্র ও ইন্টারনেট সংযোগের আওতায়
থাকা পণ্য (আইওটি) নিয়ে পরীক্ষা চালাবে তাঁরা।প্রযুক্তি
বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ মোজিলার কানেকটেড
ডিভাইসেসের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট অ্যারি জাকসির বরাত

দিয়ে বলেছে, স্মার্টফোনে ব্যবহারকারীকে চাহিদামতো
অভিজ্ঞতা দিতে ব্যর্থ হয়ে ফায়ারফক্স ওএসের ইতি টানার
সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়েব প্ল্যাটফর্মে ফায়ারফক্স ওএস যে
সুবিধা তৈরি করেছে তার জন্য আমরা গর্ব করি এবং ভবিষ্যতে
ইন্টারনেট অব থিংস বা কানেকটেড ডিভাইসের ক্ষেত্রে এই ওএস
নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। আসল ওপেন সোর্স বা
উন্মুক্ত সফটওয়্যার তৈরিতে আমরা যেভাবে কাজ করি
ব্যবহারকারীর অভিজ্ঞতার জন্য আমরা সেরকম সবকিছু তৈরিতে
কাজ করব।
২০১৩ সালে গিকফোন, পিক নামের দুটি ফোনের মাধ্যমে
ফায়ারফক্স ওএসের যাত্রা শুরু হয়। পরে এই ওএস দিয়ে স্পাইস
ফায়ার ওয়ান, এমআই-এফএক্স ২, অ্যালকাটেল ওয়ানটাচ ফায়ার
সি, অরেঞ্জ ক্লিফ, ইনটেক্স ক্লাউড এফএক্স, ফায়ারফক্স ইউ ১০৫
প্রভৃতি নামের স্বল্পদামী ফোন বাজারে আসে। পরে এল এফএক্স ও
কিছু এইচডিটিভিতে এই ওএস ব্যবহৃত হয়। কিন্তু এই অপারেটিং
সিস্টেম জনপ্রিয় হয়নি।
গত মাসে বাজার গবেষকেদের তথ্য অনুযায়ী, অপারেটিং
সিস্টেমের বাজার দখলের হিসেবে মোজিলার ফায়ারফক্স আর
ব্ল্যাকবেরি সবচেয়ে পিছিয়ে পড়েছে।