Site icon Trickbd.com

কাফনের কাপড়ের রং যে কারণে সাদা হয়

Unnamed

প্রত্যেক প্রাণীকেই একদিন
মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
মহান আল্লাহ তায়ালা পবিত্র
কোরআনে স্পষ্ট করে উল্লেখ
করেছেন, ‘কুল্লুন নাফসিন
জায়্যিকাতুল মাউন’। অর্থ্যাৎ প্রতিটি প্রাণীই একদিন মৃত্যুর
শরাব পান করবে। মুত্যুর পর
মুসলমানেরা ইসলামের ব্যাখ্যা
অনুযায়ি গোসলের পর মৃতদেহকে
কাফনের কাপড় পরিধান করানো

হয়। এরপর জানাজা করে দাফন করা হয়। কিন্তু আপনি জানেন কি,
অন্য রঙের কোন কাপড়কে কাফনের
কাপড় হিসেবে কেন ব্যবহার করা
হয় না? এ প্রসঙ্গে ইবনে আব্বাস
[রা] থেকে বর্ণিত হাদিসে
পাওয়া যায়, তিনি বলেন, রাসুল [সা] বলেছেন, তোমরা সাদা
রঙের কাপড় পরিধান করো।
তোমাদের জীবিতরা যেনো সাদা
কাপড় পরিধান করে, আর মৃতদের
সাদা কাপড় দিয়ে দাফন দেয়।
কেননা, সাদা কাপড় তোমাদের সর্বোত্তম পোশাক। (নাসায়ি,
হাদিস-৫৩২৩) হযরত সামুরা
ইবনে জুনদুব [রা] বলেন, রাসুল
[সা] বলেছেন, তোমরা সাদা
কাপড় পরিধান করো। কেননা, তা
সর্বাধিক পবিত্র ও উত্তম। আর তা দিয়েই তোমরা মৃতদের কাফন
দাও। (মুজামুল কাবীর,
হাদিস-৯৬৪)
Exit mobile version