Site icon Trickbd.com

ইন্টারনের গরুত্ব পুর্ণকথা না জাললে আপনার ক্ষতি ৷

Unnamed

পোস্টের শুরুতে রানা ভায়ের থেকে ক্ষমা চাইছি যদি পোস্টা করে ভুল করে থাকি ৷
কেননা অনেক ভয় পাই রানাকে ৷

চলুন আলোচনা করিঃ
আপনারা জানেন কি অনেক ওয়েব সাইট/ব্লগ সাইট/ ওয়াপ সাইটে অনেক ধরনের ইনকামিং ব্যানার, জাভা স্ক্রিপ্ট কোড পপ আপ কোড ব্যাবহার করে ৷

এই কোড গুলার জন্য আপনি এক সাইটে ভিজিট করলেন কিনতু অটো এপস ডাওনলোড হয়, বা কোন এপস ডাওনলোডের সময় দেখা যায় কেয়কচা ডাওনলোড অপশন ৷
Ex. IMG

এগুলার জন্য আমাদের অনেক গালি নিশ্চয় দেন ৷
অজাথা গালি আমাদের দেন গালি দিবেন না কেন আপনাদের গালি আর ঐসব ক্লিকে ইনকাম আসে তাদের আর দোশ হয় আমাদের মত যারা টপিক লেখে ৷

আপনারি দোশটা কোথায় অনেক টিউনার আছে যারা ডাইরেক্ট লিংক দেয় তাই না তারা তাদের উদ্যশ্য হাসিলের জন্য নিজের সাইটের লিংক ব্যাবহার করে তা না Wapka সাইটের সহ বেশ কিছু সাইট আছে যেগুলা থেকে ডাইরেক্ট ডাওনলোড লিংক কাজ করেনা ইরোর দেখায় , আবার কতেক গুলা সাইট আছে যাদের কোন ডাইরেক্ট ডাওনলোড নেই স্ক্রিপ্ট স্টাইলের কোড যে পেজে যে এপস ঐটাতেই ডাওনলোড হয়ে কোন সমপর্ক নেই ৷
আর কিছু কিছু সাইটের চলে গেলেন অন্য সাইটে, অথবা জাওনলোড করার জন্য নোটিফেকিশন না কি বলে আমি যানি না, মানে ডাওনলোড করার সময় ডাওনলোড করিনা একটা অপশনোড ডিস্প্লেতে আছে সেভ ডিলিট এইটাকে কিবলে যানা থাকলে কমেন্ট করবেন ৷
যখন আপনি কোন এপস ট্রিকবিডি থেকেডাএনলোডের ঐ সব লিংকে প্রবেশ করেন সেই দেখা গেলো কয়েকটা ডাওনলোড অপশন কোনটা রেখে কোনটায় ক্লিক করি ডাওনলোড কখনো হয় আবার কখনো হয় না ৷
ক্ষানিকক্ষন চেস্টার পর ডাওনলোড হলো ৷

দেখেন যে এটা ঐ এপস না , দুর তেরি তারপর সমাধান করতে পারেন না গালি দেন আমাদেরকে ৷

প্রশ্নঃ তাহলে কি ভাবে এগুলার হাত থেকে বাঁচবো ?
অথবা, কি ভাবে বুঝব কোনটা আসল ডাওনলোড লিংক , এখানেত অনেক ডাওনলোড লেখা ?
উওরঃ এগুলার হাত থেকে রক্ষার একটাই উপাই হচ্ছে, আপনাকে লক্ষ করতে হবে আপনি কোন ওয়াপ/ ওয়েব সাইটের মধ্যে আছেন ৷
Url/লিংক টা দেখবেন ডুয়েমেনের নাম অবশ্য দেওয়া আছে ৷
পরিক্ষা মুলকঃ
ধরুন আপনি ডাওনলোডের জন্য
https://trickbd.com/apps/new_photo_editor
ভিজিট করলেন .

ডাওনলোড পেজ আসলো দেখলেন এতো ডাওনলোড অপশন কেন লেখা আছে যে রুপে ৷
Download Now

Download

Click to Download
Click her Download
Download Now

এত গুলার মধ্যে কোনটা বুঝবো আসল ডাওনলোড লিংক ৷
ঐ যে উপরে url ভেসে বা আপনি যে লিংকে প্রবেশ করেছেন তার তো নাম দেখা যাচ্ছে ৷ সবগুলা ট্রাই করবেন তবে অল্প সময়ে ৬-৭ সেকেন্টের ভিতরে একটারপর আরকেটা ক্লিক করবেন আর মিলাবেন কোনটা এ লিংকের সাথে মিল আছে ব্যাস হয়ে গেলো ৷
আপনারও হয়রানি হলোনা আর মেগাবাইট খরচ করে ভিটমিট, নাইনএপস, ইউসি ব্রাউজার, আরো অনেক যে গুলার নাম আমি হয়তবা জানিনা, কেননা আমি এখনো হয়তবা ঐসব সাইটের নামটাই জানি না ৷

ধন্যবাদ পোস্টা কষ্ট করে পরবার জন্য ৷

(রিকুইস্টঃ কপি করলে ক্রেডিটা রানা ভেয়ের নাম লেখেন ৷
কারপোস্ট কপি করলে তার নামটা অবশ্যই দেওয়া উচিৎ)