Site icon Trickbd.com

শেখ রাসেল কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে আপনিও জিতে নিতে পারেন ল্যাপটপ !

শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২৩


গ্রুপ ক: ৮-১২ বছর

গ্রুপ খ: ১৩-১৮ বছর

 

০১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৩, রাত ১২টা পর্যন্ত অনলাইনে (quiz.sheikhrussel.gov.bd) নিবন্ধন করা যাবে।

 

অনলাইন প্রতিযোগিতা:

গ্রুপ ক:: ৮-১২ বছর

০২ অক্টোবর ২০২৩, সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে যে কোনো ১০ মিনিট।

গ্রুপ খ:: ১৩-১৮ বছর

০৩ অক্টোবর ২০২৩, সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে যে কোনো ১০ মিনিট।

 

গ্রুপ ক: ৮-১২ বছর

৫টি ল্যাপটপ (কোর আই ৭, ১১ জেনারেশন)

গ্রুপ খ:: ১৩-১৮ বছর

৫টি ল্যাপটপ (কোর আই ৭, ১১ জেনারেশন)

 

 

  1. শেখ রাসেলের জন্ম,
  2. দুরন্ত শৈশব,
  3. শিক্ষা জীবন,
  4. স্বপ্ন, ভ্রমণ, পছন্দ, খেলাধুলা,
  5. তাঁর উপর রচিত গ্রন্থ,
  6. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কাটানো মুহূর্তসহ বিভিন্ন বিষয়

– থেকে প্রশ্ন নির্ধারণ করা হবে।

 

কোথা থেকে প্রস্তুতি নিবেন এই নিয়ে চিন্তিত ?

চিন্তার কোন কারণ নেই আপনি ট্রিকবিডির সম্মানিত মেম্বার ।

আপনার জন্য সম্পূর্ণ একটি প্লেলিস্ট তৈরি করে রেখেছি । এখানে প্রস্তুতি নেওয়ার জন্য যা যা করা লাগে সবই পাবেন ।

পরিশেষ ে ট্রিকবিডির সাথেই থাকুন , নিয়মিত পরিদর্শনের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ ❤️

 

Full playlist on Sheik Russell quiz

https://youtube.com/playlist?list=PL9OTbKYkvKgO3FeuPD8j0GrjqeRN_yQNb&si=rudU1YzZcGkjJ0pr