Site icon Trickbd.com

জেনে নিন বিস্ময়কর কাঁচের সমুদ্র সৈকত সম্পর্ক

Unnamed

নর্দার্ন
ক্যালিফোর্নিয়ার
ফোর্ট ব্রাজ্ঞ এর
কাছাকাছি একটি
সৈকতে সে শহরের
মানুষ পুরানো গাড়ির আবর্জনা থেকে শুরু করে
রান্নাঘরের আবর্জনাও
এই সৈকতে এসে ফেলে
যেতেন। ১৯৪৯ সাল
থেকে এই প্রক্রিয়া শুরু
হয়। তখন থেকেই সব ময়লা-আবর্জনা এখানে
ফেলা হয়।
.
১৯৬০ সালের প্রথম
দিকে পানি
কোয়ালিটি বোর্ড এর
কর্মকর্তাগণ এ
সৈকতের উপকূল
পরিষ্কার করার কাজে নিয়োজিত হয়।
সর্বপ্রথম
বিষক্রিয়াজনিত

আবর্জনা সরানোর
উদ্দ্যেগ নেয়া হয়।
সেখানে আবর্জনা ফেলতে নিষেধ করা
হয়।

পরবর্তীতে ১৯৬৭
সালে সম্পূর্ণ আবর্জনা
সরানো হয়। প্রায়
অর্ধশত বছর আগে
পরিষ্কার করা হলেও,
এখনো সে স্থান অনেক পরিষ্কার রয়েছে
এখনো।

সেখানে যে কাঁচের
টুকরা ছিল তা পানির
স্রোতের সাথে
সমুদ্রের মাঝে চলে
গেছে। সৈকতের সুন্দর
আবহাওয়া ও মনোরম দৃশ্য সেখানে
পর্যটকদের আকৃষ্ট
করে। সেই ময়লা-
আবর্জনার কাঁচগুলো
মনে হয় পলিশ হয়ে,
কিনারায় চলে আসছে। কাঁচের টুকরাগুলো
দেখতে ছোট ছোট
পাথরের মত।

একেকটি একেক রং এ

আচ্ছাদিত। এই
প্রাকৃতিক সৌন্দর্যে
সেখানে মানুষ অনেক
আনন্দ উপভোগ করে।
কাঁচের পার্কটি ম্যাককেরিচের রাজ্য
পার্কের একটি অংশ। এ
সৈকতটির আরও একটি
কাহিনী রয়েছে।
যেহেতু, এটি একটি
বিশেষ ও ঐতিহাসিক অংশে অবস্থিত, তাই এর
পিছনে অনেক রহস্য
রয়েছে।

কম্পিউটার এক্সপার্ট ও পিসি গেমার ভাইয়েরা এই গ্রুপ টায় জয়েন করুন। দাওয়াত রৈলো।