ওয়াটার প্রুফ ফোন বাজারে
এসেছে অনেক আগেই। এসেছে
ফোনের সুরক্ষার আরও অনেক
কারসাজি। তবে এবার তাতে নতুন
মাত্রা জুড়ল নতুন ফোন ডিগনো
রাফর। সাবান জলে ধুয়ে ফেলতে
পারেন ফোনটিকে। এমনকী ৪৩
ডিগ্রি পর্যন্ত গরম জলে
ডোবালেও ফোনের কোনও ক্ষতি
হবে না।
এমনই খবর প্রকাশ করেছে
ভারতীয় বেশ কিছু গণমাধ্যম।
হাতে ডিসপ্লে-তে টাচ করলেও
ফোন কাজ করবে।
রয়েছে ড্রাগন এক্স গ্লাস কোটিং।
গোলাপি, সাদা ও নীল রঙে পাওয়া যাচ্ছে
ফোনটি।
১১ ডিসেম্বর জাপানের
বাজারে আসছে এই ফোন।
ভারতীয় হিসেবে ফোনটির দাম
পড়বে ৩২,৩০০ টাকা। ফোনটি চলবে
অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপে।
ফোনটিতে থাকছে ৫ ইঞ্চি
ডিসপ্লে। রয়েছে ২ জিবি র্যাম।
১২৮ জিবি পর্যন্ত মেমোরি কার্ড
সাপোর্ট করবে এই ফোন।
এই ফোনের ব্যাক ক্যামেরা ১৩
ব্যাটারির টকটাইম। বাজারে
আসার পরই এই ফোনের অন্যান্য
বৈশিষ্ট্যগুলি সম্পর্কে জানা সম্ভব
হবে।
ফেসবুকে আমি