Site icon Trickbd.com

[বৈদুত্যিক কাজ] আপনি বাসায় বসেই ইলেক্ট্রিক ও ইলেক্ট্রনিক্স কাজ শিখুন, ফুল টিউটোরিয়াল, হাউজ ওয়ারিং পর্ব -৪

Unnamed


আসসালামু ওয়ালাইকুম ***


কেমন আছেন সবাই ??
আমি ভালোই আছি, এই কয়দিন ফেসবুক অটো লাইক নিয়ে কাজ করতে করতে এই ইলেক্ট্রিক কাজের কথা মনেই ছিল না ।।
এতকথা বলার সময় নাই চলো সরাসরি কাজেই চলে যাই →→


৪র্থ পর্ব→→


এই পর্বে আমরা শিখব আরো কঠিন কাজ, এই বার তিন ঘাট ও চার ঘাটের সুইচ বোর্ড দিয়ে সুইচ, সকেট, ইন্ডিকেটর, ফিউজ এর ব্যবহার শিখব ।।


১মে শিখাবো একটি তিন ঘাটের সুইচ বোর্ড এ একটি বাল্ব

,ফিউজ ও ইন্ডিকেটর এর ব্যবহার ।।


নিচের ছবির মত →→



এখন শিখব ৪ ঘাটের সুইচ বোর্ড এ একটা বাল্ব একটি সুইচ দ্বারা নিয়ন্ত্রিত,সাথে ইন্ডিকেটর ও সকেট এর ব্যবহার ।।


নিচের ছবির মত →→


তারপর আর একটি ডায়াগ্রাম দেখুন ।। এবার দেখুন চার ঘাটের সুইচ বোর্ড দিয়ে দুইটি বাল্ব, একটি ইন্ডিকেটর ও সকেটের ব্যবহার ।।


নিচের ছবির মত →→


আশা করি পরবর্তী পর্বে আমাদের সাথেই থাকবেন ।।
না বুঝলে কমেন্টে জানান ।। অথবা যোগাযোগ
করুন→→ 01795958527


৫ম পর্ব পেতে ও বাকি পর্ব পেতে ভিজিট করুন →→

MixTune24.Com

Exit mobile version