মোবাইলের প্রি-পেইড সংযোগে
দিনে সর্বোচ্চ ৫০০ টাকা
রিচার্জের বেঁধে দেয়া সীমা
পরিবর্তন করে ১৫০০ টাকা করছে
সরকার।
বিটিআরসি সূত্রে এ তথ্য জানা
যায়।
সূত্র জানায়, প্রি-পেইড সংযোগে
দিনে ৫০০ টাকার বেশি রিচার্জ
করা যাবে না- এমন নির্দেশনা
দিয়ে গত ২৯ ডিসেম্বর মোবাইল
অপারেটর কোম্পানিগুলোকে
চিঠি দেয় বাংলাদেশ
টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন
(বিটিআরসি)। এই রিচার্জ সীমায়
আপত্তি জানিয়ে দুই হাজার
টাকা নির্ধারণের অনুরোধ
জানায় মোবাইল কম্পানিগুলো।
এর পেক্ষিতে বিটিআরসির
আগের সিদ্ধান্তের পরিবর্তন
আনতে যাচ্ছে।
এ বিষয়ে বিটিআরসি
চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ
বিডি টুয়েন্টি ফোর লাইভকে
বলেন, আমরা গ্রাহকদের স্বার্থ
দেখে সিদ্ধান্ত নেব। সাধারণ
গ্রহকরা যেন খতিগ্রস্ত না হয় এ
প্রি-পেইড গ্রাহকরা দিনে
কতটাকা রিচার্জ করতে পারবে
এমন পশ্নের যবাবে তিনি বলেন,
আমরা এ বিষযে এখন চূড়ান্ত
সিদ্ধান্ত নেইনি তবে দিনে ১৫০০
টাকা রিচার্জের কথা ভাবছি
আমরা।
এ বিষয়ে বাংলালিংকের চীফ
ফিন্যান্সিয়াল অফিসার আহমদ
ওয়াই হালিম বলেন, এ সংক্রান্ত
একটি নির্দেশনা বিটিআরসির
কাছ থেকে পাওয়ার পর আমরা
তাদের কাছে একটি সুপারিশ
পাঠিয়েছি এখন বাদবাকি বিষয়
তাদের হাতে ।আমরা গ্রহকদের
কথা চিন্তা করে আমাদের মতামত
দিয়েছি।
প্রসঙ্গত, বিটিআরসির নির্দেশনায়
উল্লেখ করা হয়েছিল, একজন প্রি-
পেইড গ্রাহক সর্বোচ্চ পাঁচ হাজার
টাকার ব্যালেন্স রাখতে
পারবেন। প্রি-পেইড গ্রাহকরা
দিনে ৫০০ টাকা সর্বোচ্চ রিচার্জ
করতে পারবেন। তবে পোস্ট পেইড
গ্রাহকদের বিষয়ে কোনো সীমা
বেঁধে দেয়নি সংস্থাটি।
এছাড়া প্রি-পেইড গ্রাহকরা
মাসে এক হাজার টাকা
ব্যালেন্স ট্রান্সফার করতে
পারবেন এবং দিনে ৩০০ টাকার
পারবেন না।
চিঠিতে আরো বলা হয়, এই
সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
তবে ২০০৮ সালের নির্দেশনা
সংশোধন করে রিচার্জের সীমা
বেঁধে দেয়ার কোনো কারণ
উল্লেখ করা হয়নি চিঠিতে।
ইন্টারেনেট ডেটা রিচার্জের
ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে
কিনা তাও উল্লেখ নেই
চিঠিতে। অথচ বর্তমানে
বেশিরভাগ গ্রাহকরাই (প্রি-
পেইড) একসঙ্গে অনেক টাকার
ডাটা (ইন্টারনেট) প্যাকেজ
কিনে থাকেন বলে জানিয়েছে
অপারেটররা।
ধন্যবাদ
তথ্য প্রযুক্তি সেবায়, আপনাদের পাশে।