Site icon Trickbd.com

আমার ট্রিকবিডিকে কিছু বলার আছে

Unnamed

আসসালামুআলাইকুম।

কেমন আছেন বলব না, কারণ আমি যে কথাগুলো আমি আপনাদের বলব সে কথাগুলো কাউকে ভালো লাগতে পারে আবার কাউকে তীরের গতিতে বিধতে পারে।
আমি যে কথা গুলো আপনাদের বলব সেগুলো খারাপ লাগতে পারে, আর এই কথা গুলো বলার উদ্দেশ্য হল ট্রিকবিডির উন্নতি। যদিও ট্রিকবিডির উন্নতিতে আমার কিছু লাভ হবে না। বাট I love Trickbd As same as Facebook.

প্রথমেই বলি যে, ট্রিকবিডি আমাদের বলে কপি পেস্ট পরিহার করুন। এই কথাটি ট্রিকবিডির সদদ্যদের কয়জন মানে। মাত্র হাতে গন্য কয়েকজন।
এর জন্য ট্রিকবিডিকে আমি কপিবিডি বলতেও শুনেছি। জানি কথা গুলো ভালো লাগছে না। বাট ভাইয়া এটাই সত্য।
টেকটিউন্স থেকে কপি করা আর ট্রিকবিডিতে পেস্ট করাই মূলত কপিবাজদের কাজ।
এমনকি পোস্টের Thumbnail পর‍্যন্ত কপিড। তাছাড়া হেল্প মি / কমেন্ট বক্স এ আমার পোস্ট পেন্ডিং অসহ্য।

তাছাড়া অনেকেই একই পোস্ট একাধিকবার দিয়ে থাকেন। এতে করে ট্রিকবিডির পরিবেশ নষ্ট হচ্ছে।

১ দিন আগে আমি লাকি প্যাচার দিয়ে গেইম হ্যাক নামের একটি পোস্ট দিয়েছিলাম। সেখানে প্রথমত কয়েকজন অবিশ্বাস করলেও আমি পরে তাদের একটি ভিডিও টিউটোরিয়াল দিয়েছিলাম। আশা করি তারা তাদের ভুল বুঝতে পেরেছেন। তো এতে এক মহান, ট্রিকবিডির সেরা বরিশাইল্লা বান্দা আমাকে বলছিলেন “আপনি হয়ত আমাকে চিনেনে না, আমি বরিশাইল্লা বান্দা, আমার সম্পর্কে আপনার জানা থাকলে আপনি এসব কথা বলতেন না” আমি এখন একে বলতে যাচ্ছি যে ” আপনি কে? আপনি হতে পারেন বরশালের সেরা ডন/নায়ক/তারকা, বাট আপনাকে দেখার বা আপনার কথা শুনার আমার টাইম নাই। বাদ দেন এর কথা।

তো আমি বলতে চাচ্ছি যে রানা ভাই পোস্টার টাঙাইলে হবে না, ভাইয়া আপনি দ্রুত এই কপিবাজ, স্পামার, ম্যালওয়ারদের ট্রিকবিডি থেকে দূর করুন। আমরা ট্রিকবিডিকে নতুন রুপে দেখতে চাই।
এসব কথা বলার পর হয়ত আমার এই আইডি হারাতে পারি বাট আমার কথা কেউ বুঝতে পারলে আমার লেখা স্বার্থক।