সম্প্রতি পাসওয়ার্ড ব্যবস্থাপনা প্রতিষ্ঠান স্প্ল্যাশডেটা গত বছরের সবচেয়ে বাজে পাসওয়ার্ডগুলোর একটি তালিকা বের করেছে। এতে দেখা যায়, এখনও মানুষ “123456”, “qwerty” বা “password” শব্দগুলো পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করে। অনলাইন নিরাপত্তায় এসব পাসওয়ার্ড বাদ দিয়ে মনগড়া শব্দ ও নম্বরের সমন্বয়ে পাসওয়ার্ড দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা । এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টেলিগ্রাফ। সহজ পাসওয়ার্ড যে কত বিপদ ডেকে আনতে পারে তার প্রমাণ গত বছরের নানা অনলাইন অ্যাকাউন্ট হ্যাকিং। গত বছর বিভিন্ন অনলাইন অ্যাকাউন্ট থেকে বহু সেলিব্রিটি ও হাজার হাজার ব্যবহারকারীর অসংখ্য ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও বেহাত হয়ে গেছে। আর এসব ঝামেলা অনলাইন ব্যবহারকারীদের নানা সমস্যা সৃষ্টি করেছে।
এ সমস্যা সমাধানের একটি উপায় হতে পারে শক্ত পাসওয়ার্ড ব্যবহার এবং তা মাঝে মাঝে পরিবর্তন করা। স্প্ল্যাশডেটার তথ্য অনুযায়ী এ বছরের সবচেয়ে বাজে পাসওয়ার্ড ‘123456’ এবং ‘password’। এ দুটি যদি আপনি কোনো পাসওয়ার্ডে ব্যবহার করেন তাহলে আপনি সবচেয়ে ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছেন। এ ছাড়াও তালিকায় রয়েছে qwerty, 12345, 123456789, football ইত্যাদি। স্প্ল্যাশডেটার তথ্য অনুযায়ী এ বছরের ২৫টি বাজে পাসওয়ার্ড এখানে দেওয়া হলো। আপনার পাসওয়ার্ড এ তালিকায় থাকলে এখনই বাদ দিন-
- 123456
- password
- 12345678
- qwerty
- 12345
- 123456789
- football
- 1234
- 1234567
- baseball
- welcome
- 1234567890
- abc123
- 111111
- 1qaz2wsx
- dragon
- master
- monkey
- letmein
- login
- princess
- qwertyuiop
- solo
- passw0rd
- starwars