Site icon Trickbd.com

স্মার্টবি স্বয়ংক্রিয় বেবি স্ট্রলার

Unnamed

শপিং মলে, বাজারে, কিংবা কোন
অনুষ্ঠানে অনেকেই ছোট বাচ্চা নিয়ে খুবই
ঝামেলার মধ্যে পড়েন। তাকে সামলাতে
গিয়ে বাকি কোন কাজেই ঠিক মত মন দেয়া
যায় না। তবে সেই সব বাবা-মায়ের জন্যই
এবার সেলফ-ড্রাইভিং স্ট্রলার আসছে। সাধারণত স্ট্রলারের নিজের কোন ক্ষমতা
থাকে না। কাউকে এটি নিয়ন্ত্রণ করতে
হয়। তবে স্মার্টবি নামের এই স্ট্রলারটি
অন্য সকল স্ট্রলার থেকে আলাদা। কেননা
এই স্ট্রলারটি নিজেই নিজেকে নিয়ন্ত্রণ
করতে পারবে। অর্থাৎ এটি পরিচালনা করতে কোন মানুষের প্রয়োজন নেই।
স্বয়ংক্রিয় এই স্ট্রলারটিতে আছে একটি
মোশন-ট্র্যাকিং সেন্সর যা আপনাকে অনুসরণ

করবে। অর্থাৎ বাবা-মা যেদিকে
যাবে স্ট্রলারটিও স্বয়ংক্রিয় ভাবে
সেদিকে যাবে। একটি ইলেকট্রিক মোটর স্ট্রলারটি চলাচলে সাহায্য করবে।
স্ট্রলারটিতে আছে তারবিহীন স্পীকার যা
আপনার বাবুকে মজার মজার ছড়া শোনাতে
পারবে। এছাড়াও আছে একটি বোতল গরম
করার যন্ত্র যা আপনার বাচ্চার পানীয়
খাবার গরম করতে সাহায্য করবে। নিরাপত্তার জন্য থাকবে নির্দেশক
সিগন্যাল ও এন্টি-থেফট অ্যালার্ম।
স্ট্রলারটির ভেতরে ও বাইরে দুটি
ক্যামেরাও রয়েছে। স্ট্রলারটিতে
চলাচলের জন্য তিনটি মেন্যু আছে। সেলফ-
প্রপেলড মোডে একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আপনার সাথে সাথে চলবে। এসিস্ট
প্রপেলড মোডে আপনি নিজে স্ট্রলারটিকে
ড্রাইভ করতে পারবেন আর ম্যানুয়াল মোডে
এটি একটি সাধারন বেবি স্ট্রলারের মত
কাজ করবে। ব্যাটারির
সাহায্যে স্ট্রলারটি ছয় ঘণ্টা কাজ করতে পারবে এবং এর ব্যাটারি থেকে আপনি
আপনার স্মার্টফোনেও চার্জ দিতে
পারবেন। ধারণা করা হচ্ছে ২০১৭ সালের
দিকে স্ট্রলারটি বাজারে পাওয়া যাবে
এবং এর মূল্য হবে ৩১৯৯ ডলার।

কম্পিউটার এক্সপার্ট ও পিসি গেমার ভাইয়েরা এই গ্রুপ টায় জয়েন করুন। দাওয়াত রৈলো।