Site icon Trickbd.com

হলোলেন্স রিয়্যালিটি হেডসেট ডিভাইস

Unnamed

মাইক্রোসফট কর্পোরেশনের নতুন আবিষ্কার

‘হলোলেন্স’ হচ্ছে একটি রিয়্যালিটি
হেডসেট ডিভাইস। ডিভাইসটির ১৫ ইঞ্চি
ভার্চুয়াল রিয়্যালিটি স্ক্রীন সত্যিই
বিস্ময়কর। ওয়ার্ড ডকুমেন্ট বা ইমেইল
নিয়ে কাজ করলে ডিভাইসটির ব্যাটারি ৫ থেকে সর্বোচ্চ ৫ ঘণ্টা ৩০ মিনিট আর
অত্যন্ত নিবিড় গণনীয় কাজ করলে
সর্বোচ্চ ২ ঘণ্টা ৩০ মিনিট বেকাপ দিতে
পারে। হলোলেন্স কখনও গরম হয়না কারন
এতে কোনও তার সংযোগ নেই। অপচয়
রোধের জন্যই এটি বানানো হয়েছে। এটি ওয়াই-ফাই বা ব্লুটুথের মাধ্যমে যেকোনো
ডিভাইসের সাথে সংযোগ স্থাপন করতে
পারে। হলোলেন্স রিয়্যালিটি হেডসেট
ডিভাইস অত্যন্ত ব্যবহুল। ৩০০০ ডলার
মূল্যে এটি বাজারে পাওয়া যাচ্ছে।