মাইক্রোসফট কর্পোরেশনের নতুন আবিষ্কার
হেডসেট ডিভাইস। ডিভাইসটির ১৫ ইঞ্চি
ভার্চুয়াল রিয়্যালিটি স্ক্রীন সত্যিই
বিস্ময়কর। ওয়ার্ড ডকুমেন্ট বা ইমেইল
নিয়ে কাজ করলে ডিভাইসটির ব্যাটারি ৫ থেকে সর্বোচ্চ ৫ ঘণ্টা ৩০ মিনিট আর
অত্যন্ত নিবিড় গণনীয় কাজ করলে
সর্বোচ্চ ২ ঘণ্টা ৩০ মিনিট বেকাপ দিতে
পারে। হলোলেন্স কখনও গরম হয়না কারন
রোধের জন্যই এটি বানানো হয়েছে। এটি ওয়াই-ফাই বা ব্লুটুথের মাধ্যমে যেকোনো
ডিভাইসের সাথে সংযোগ স্থাপন করতে
পারে। হলোলেন্স রিয়্যালিটি হেডসেট
ডিভাইস অত্যন্ত ব্যবহুল। ৩০০০ ডলার
মূল্যে এটি বাজারে পাওয়া যাচ্ছে।