সায়েন্স ফিকশন উপন্যাস- “বিদায় জ্বে-০১”
লিখেছেন- Tariqul Islam
.
– শুভ সকাল কেভিন। উঠে পরুন, সকাল হয়েছে।
– শুভ সকাল। এখন সকাল ৭ টা বেজে ৩০ মিনিট।
– কেভিন, কেভিন…..
.
এ.এল-০১ (AL-01) মডেলের রোবোটটির লৌহ কণ্ঠের ডাকে চোখ খুলল কেভিন। ঘড়ির দিকে তাকিয়ে দেখলও ৭ টা বেজে ৩০ মিনিট। এ.এল-০১ রোবটটির হাত থেকে কফির মগটি নিয়ে একটা চুমুক দিল সে। রোবোটটিকে জিজ্ঞেস করলো,
.
– আজ ১৭ মে, ২৬১৮, মঙ্গলবার। (AL-01)
– ধন্যবাদ এলি
.
#কিছু_কথা- ১৭ মে, ২৬১৮ যে মঙ্গলবার ছিলো, এই তারিখের সাথে ডেট মিলাতে অনেক হিসেব করতে হয়েছে।
.
AL-01 মডেলের রোবোটটির সাথে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কথা হয় কেভিনের। তাই, রোবোটটির সাথে একটা ভাব জমে উঠে তাঁরর্। যেন, মনেই হয়না এ.এল-০১ একটি রোবোট। সে সখ করে এ.এল-০১ কে এলি বলে ডাকে।
.
কফির মগটি শেষ করে এবার বিছানা ছাড়ল কেভিন। বারান্দায় গিয়ে ধারালো। চোখের পাতা ভিজে আসছে। সামনে দিগন্ত বিস্তৃত মাঠ আর তার ওপর দাড়িয়ে থাকা পাহাড় গুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সা। যেন, দাড়িয়ে থাকা নির্বাক পাহাড় গুলোর সাথে নিজের দুঃখ ভাগ করছে। পাহাড় গুলো কতোটা উছু তা সে জানে না। হয়ত অনেক উচুঁ হবে। কারন, ধূসর মেঘের মাঝে মাথা লুকিয়ে নির্বাক প্রহরীর মত দাড়িয়ে আছে পাহাড় গুলো।
.
৮ বছর আগের কথা। সালটা ছিলো ২৬১০. ১৭ই মে, রবিবার…
.
.