Site icon Trickbd.com

মঙ্গল গ্রহে হনুমান! (নাসার তথ্য)

Unnamed

নাসার এক ফটোগ্রাফে দেখা যাচ্ছে লাল
গ্রহে কী জানো একটা দেখা
যাচ্ছে। ফটোগ্রাফের সেই
জিনিসটা দেখতে অনেকটা
হনুমানের মত।আর তাতেই একেবারে
রে রে করে বাজারে নেমে
পড়েছেন ভিন গ্রহে প্রাণী আছে
তত্ত্বে বিশ্বাসী মানুষরা।

এই ছবিটা হাতে পেয়েই উইএফও
বিশ্বাসীরা বলছেন, কোনও দ্বিধা

নেই, ওটা আসলে হনুমানের ছবি।
এমনও দাবি করা হয়েছে একটা, দুটো
নয়, লাল গ্রহে বহু হনুমান থাকে। স্কট
সি ওয়ারিং, নামের এক উইএফও
সাইটিং ম্যাগাজিনের সম্পাদক
নাসার বিরুদ্ধে সত্য গোপনের
অভিযোগ তুলেছেন। এর আগে এই
ম্যাগাজিনে মঙ্গলে বাড়িঘর,
মূর্তি, পিরামিডের ছবি ছাপানো
হয়েছে। প্রতি ক্ষেত্রেই দাবি করা
হয়েছিল মঙ্গলে প্রাণের অস্তিত্ব
রয়েছে। সব ক্ষেত্রেই অবশ্য তাদের
দাবি নসাৎ করে দিয়েছে নাসা।

ধন্যবাদ


তথ্য প্রযুক্তি সেবায়, আপনাদের পাশে।

…♦ ♦….(ফেসবুকে আমি)..♦…♦.
Exit mobile version