আসসালামু আলাইকুম,
আশা করি সবাই ভাল আছেন, এই TRICKBD সাথে থাকলে ভালো থাকারই কথা । তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা হবে, ইতিমধ্যে টাইটেল দেখে আপনারা তা বুঝে গেছেন ।
,
একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে আমাদের অনেকেরই ফোনে ক্যামেরা টু এপিআই অপশনটি এনাবেল না থাকার কারণে আমরা গুগল ক্যামেরা অ্যাপ টি ব্যবহার করতে পারিনা ।
অথচ ভালো ছবির জন্য গুগল ক্যামেরার কোনো বিকল্প নাই।
,
তাই আপনাদের জন্য নিয়ে আসলাম অনেক চমৎকার একটা ক্যামেরা অ্যাপ, যেটা অত্যন্ত কাজে এবং এটা সাহায্যে আপনি অনেক ভালো ছবি তুলতে পারবেন। আর এর জন্য আপনার ফোনটা রুট করা বা কোন কিছু করতে হবে না। আর অ্যাপটি সরাসরি পেয়ে যাবেন।
,
একটি ইন্সটল হয়ে গেলে আপনি ওপেন করলে এরকম একটা ফেস পাবেন।
এখন আপনি চাইলে সরাসরি ক্যামেরাতেও যেতে পারবেন অথবা গ্যালারি থেকে পুরোনো পিক নিয়েও কাজ করতে পারবেন।
আর অবশ্যই আপনার মোবাইল ফোনটির ডাটা অন রাখা লাগবে। কারণ এখানকার ক্যামেরার ছবির কাজ এআই টুলের মাধ্যমে করা হয়।
এখানে বেশ কিছু ফিল্টার এবং টুলস পাবেন যেগুলো দিয়ে ভালো ফটো তোলা যাবে।
আপনি আপনার পছন্দমত টুলগুলো দিয়ে ফটো তুলবেন। আপনার ফোনের ক্যামেরার থেকে এই ছবিগুলো অনেক বেশি সুন্দর লাগবে।
আপনি অ্যাপটি ব্যবহার করার পরেই বুঝতে পারবেন আসলে কতটা কাজের এবং কতটা ভালই এই অ্যাপ।
আজকের লেখায় কোন ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন ট্রিক নিয়ে।
You must be logged in to post a comment.
title ki liklen i details a ki . kothay gcam r kothay photo filter