মাঠে চলবে খেলা। সেখানে খেলবেন খেলোয়াড়রা। তবে এবারের এশিয়া কাপে গ্যালারিতে দর্শকরা বসে শুধু খেলা দেখবেন না। তারা গ্যালারিতে বসেই জিতে নিতে পারবেন নগদ ৫০,০০০ টাকা পুরস্কার।
বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপ- ২০১৬ আসরের টাইটেল স্পন্সর হলো ভারতের মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান ”মাইক্রোম্যাক্স” এবং সহযোগী স্পন্সর হিসেবে রয়েছে বাংলাদেশের তৈরি সর্বাধুনিক সামাজিক যোগাযোগ মাধ্যম ”রিং আইডি”।
কো-স্পন্সর হিসেবে এই অন্যরকম আয়োজন করতে যাচ্ছে রিং আইডি।
এজন্য গ্যালারিতে প্রবেশের আগে দর্শকদের দেয়া হবে রিং আইডির লোগো সম্বলিত টি-শার্ট। আর এই টি শার্ট গায়ে দিয়ে যে ব্যক্তি খেলোয়াড়দের মারা ছক্কার ক্যাচ ধরতে পারবেন, তিনিই হবেন ভাগ্যবান ৫০,০০০ টাকা বিজয়ী।
মাঠে এসে খেলা দেখার অন্যরকম আনন্দ রয়েছে। পাশাপাশি যদি নগদ ৫০,০০০ টাকা পাওয়া যায় তাহলে সে আনন্দ বেড়ে যাবে বহুগুণ। আর আনন্দটা আরো বাড়িয়ে দিতেই এরকম ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে বাংলাদেশে তৈরি বিশ্বের সর্বাধুনিক এ সামাজিক যোগাযোগ মাধ্যম।
তাই ঘরের মাটিতে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপে রিং আইডির টি-শার্ট পরে গ্যালারিতে থাকুন আর মনোযোগ দিয়ে খেলা দেখুন। কারণ, আপনিও হতে পারেন একজন ভাগ্যবান ৫০,০০০ টাকা বিজয়ী।
ফেব্রুয়ারির ২৪ তারিখ থেকে এশিয়া কাপ শুরু হবে। প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ভারত।
আমার সাইট ঃ 24TuneBD.TK