আসলে গণিত একদম সোজা কিন্তু সেটা কঠীন ভাবে সোজা। যাই হোক আমাদের উদ্দেশ্য হলো গণিত বিষয় টাকে সবার কাছে মজার মাধ্যমে সোজা করে দেওয়া।
যাই হোক চলেন শুরু করা যাক কিভাবে অতি সহযেই যেকোন গুল অংক ক্যালকুলেটর ছাড়াই চটপট মাথার মধ্যেই করে ফেলা যায়। প্রথমে আমরা ১১ সংখ্যা( (কারণ প্রাইম নাম্বার এর মধ্যে এটা সবচেয়ে প্রিয়।কেন প্রিয় বললে সেটা আপনাদেরও প্রিয় হয়ে যাবে।যাই হোক পরে বলব)) নিবো এবং এর ২ অংক এর যেকোন সংখ্যা গুন করবো…
যেমন ১১ X ৩২ =? ৩ সেকেন্ডে বলতে পারবেন??? মনে হয় না যাই হোক আমি বলে দিচ্ছি আপনারা ৩ সেকেন্ড এর আগেই পারবেন।
১১ X ৩২ এর জন্য = ৩ (৩+২) ২ =৩৫২ এটাই উত্তর [ এখানে ১১ X ৩২ ৩২ এর জন্য ৩+২] এবার ধরেন ১১ X ৭৫ =৭ (৭+৫)৫ = ৭(১২)৫ হায় হায় এখানে তো ৪ অংক হয়ে গেলো চিন্তার কোন কারণ নাই ১২ এর ১ টা ৭ এর সাথে যোগ করে দিবেন মানে( ৭+১) ২ থাকলো তারপর থাকলো ৫ মানে ৮২৫।
এক্কে বারে সোজা তাইনা? 🙂 😉 ;-( 🙁 🙂 😎 ..