Site icon Trickbd.com

আসুন আমরা সবাই তাওবার অর্থ এবং তাওবার শর্ত , খুব ভাল করে জানি

Unnamed

তাওবা শব্দের অর্থ হল-গোনাহ থেকে
ফিরে আসা,
ইমাম খাত্তাবী রাহঃ বলেন
এর অর্থ হল-
ﻋﻮﺩ ﺍﻟﻌﺒﺪ ﺍﻟﻰ ﺍﻟﻄﺎﻋﺔﺑﻌﺪ ﺍﻟﻤﻌﺼﻴﺔ
অর্থাৎ পাপ কাজের পর বান্দার
সৎকাজের প্রতি
ফিরে আসার নামই তাওবা,
আল্লামা রাগিব ইস্পাহানী রাহঃ

লিখেন,
উত্তমরূপে গোনাহ পরিত্যাগ করার
নামই তাওবা,
এবং শরিয়তের পরিভাষায় তাওবার
উদ্দেশ্য হল-
১,গোনাহকে খারাপ মনে করে
পরিত্যাগ করা,
২,কৃত গোনাহের উপর লজ্জিত হওয়া,
৩,পুনরায় না করার দৃঢ়সংকল্প করা,
৪,যে সব আমলে পুনর্বার সম্পাদনের
মাধ্যমে
এর ক্ষতি পূরণ সম্ভব,
সেগুলো যথাসাধ্য পালন করা,
এ৪টি বিষয় একত্রিত হলে তাওবার শর্ত
পূরণ হবে,
Exit mobile version