Site icon Trickbd.com

?[[Important]] ট্রিকবিডির সকল মডেরেটর এবং বিশেষ ভাবে রানা ভাই এবং নাসির ভাই এর দৃষ্টি আকরশণ করছি।আমার বন্ধুর টিউনার আইডি হ্যাক হয়ে গেছে।প্লিজ অতি শিগ্রই ব্যবস্থা নিন।

প্রথমে সবাই কে সালাম জানাচ্ছি।

বেশি কথা বলতে চাই না।

আমার বন্ধুর ট্রিক বিডি টিউনার আইডি

রাশেদ নামে এক ছেলে হ্যাক করে নিয়েছে।

হ্যাক করার পর আবার সে বাহাদুরি ও দেখাচ্ছে।এই নিয়ে স্টেটাস ও দিয়েছে।

মেসেজে বলেছে,কোন ভাবেই নাকি এই আইডি আর ফিরে পাবো না।

তাই কোন উপাই না পেয়ে ট্রিক বিডি এডমিন এর কাছে বিষয় টি তুলে ধরলাম।

আমার বন্ধুর আইডি নাম : robel

আশা করি ট্রিকবিডি টিম আমার বন্ধুটির আইডি আবার ফিরত দিয়ে দিবে।

দয়া করে আইডি পাসওয়ার্ড বদল করে আমার ফেসবুক আইডিতে মেসেজ করে দিবেন।

আমার ফেসবুক আইডি হলো:

এখানে ক্লিক করে দয়া করে মেসেজ করবেন।

নিচের স্কিন শট গুলো দেখলেই বুঝতে পারবেন।